ধোনির জন্মদিনের সেলিব্রেশনের ভিডিয়ো ক্রিকেটপ্রেমীদের মনে ধরবে না এমন আবার হয় নাকি। সারা দেশজুড়ে মাহির ৪২তম জন্মদিন পালন করেন অনুরাগীরা। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চর্চার প্রধান বিষয়ই ছিল ধোনির জন্মদিন।
তবে সম্প্রতি ধোনির বার্থডে সেলিব্রেশনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়তে শুরু করেছে। ভাইরাল ভিডিয়োটি ক্রিকেটপ্রেমী থেকে পশুপ্রেমী, মন ছুঁয়ে যাবে সকলের।
ভিডিয়োটিতে দেখা যায় বাগানে এটি ছোট্ট টেবিলে রাখা রয়েছে কেক। তার উপরে রয়েছে একটি মোমবাতি। ধোনি নিজেই জ্বালান বাতিটি। পরে ফুঁ-দিয়ে নিভিয়ে দেন সেটি। ছুরি দিয়ে কেকটি থেকে বেশ কয়েকটি টুকরো কেটে নেন মাহি। পাশেই ছিল ধোনির পোষা চারটি কুকুর। একে একে চার পোষ্যকে এক টুকরো করে কেক খাওয়ান ধোনি। শেষে নিজে মুখে তোলেন কেকের একটি টুকরো।
সেখানেই শেষ নয়, বরং বাকি কেকটিকেও টুকরো টুকরো করেন ধোনি। একে একে ফের চার কুকুরের মুখে তুলে দেন এক টুকরো করে কেক। তার পরে ফের নিজের মুখে তোলেন কেকের একটি টুকরো। ধোনিকে ইঙ্গিতে পোষ্যদের সঙ্গে ভাব বিনিময় করতে দেখা যায়। খুশিতে মাথা দেলাতেও দেখা যায় মাহিকে।
উল্লেখ্য, ধোনির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভচ্ছার বন্যা বয়ে যায়। দেশের বিভিন্ন প্রান্তে অভিনব উপায়ে ধোনির জন্মদিন সেলিব্রেট করা হয়। গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে রিহ্যাবে থাকা ঋষভ পন্ত নিজে কেক কেটে ধোনির জন্মদিন সেলিব্রেট করেন। তিনি সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি বার্থডে মাহি ভাই। আপনি তো পাশে নেই। আপনার হয়ে আমিই কেক কেটে নিচ্ছি। জন্মদিনের শুভেচ্ছা।’
রবীন্দ্র জাদেজা জন্মদিনের শুভেচ্ছা বার্তায় তাড়াতাড়িই হলুদ জার্সিতে ধোনিকে দেখতে পাওয়ার আশা প্রকাশ করেন। রবিচন্দ্রন অশ্বিন টুইটে ধোনিকে জানানো শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘৭ জুলাই বিখ্যাত মানুষটাকে টুইটারে শুভেচ্ছা না জানালে এর প্রভাব মারাত্মক হতে পারে। শুভ জন্মদিন মাহি ভাই। তবে এটাও জানাতে চাই যে, টুইটারে এই শেষ বার কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিলাম। কারণ আমি সরাসরি বার্তা পাঠিয়ে বা ফোন করে শুভেচ্ছা জানানোতেই বিশ্বাসী। যারা মশলাদার এবং মুখরোচক গল্প তৈরি করতে ভালোবাসেন, এই বাক্যটা তাদের জন্যই।’
বিশ্বজোড়া অনুরাগীরা এবং বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা ছাড়াও মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ডও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।