বাংলা নিউজ > ময়দান > ধোনি বুঝিয়ে দেয়, কোনও কিছুই অসম্ভব নয়, মাহির অবসর নিয়ে কলম ধরলেন সচিন

ধোনি বুঝিয়ে দেয়, কোনও কিছুই অসম্ভব নয়, মাহির অবসর নিয়ে কলম ধরলেন সচিন

সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিং ধোনি। ছবি- গেটি ইমেজেস।

ভারতীয় দলে আশা জায়িগেছিলেন ধোনি, দাবি তেন্ডুলকরের।

ধোনি অবসর ঘোষণার পরেই তাঁকে জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা জানান সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের জন্য ধোনিকে কুর্নিশও জানিয়েছেন তেন্ডুলকর। তবে এতেই থেমে থাকলেন না মাস্টার ব্লাস্টার। ধোনির জন্য কার্যত কলম ধরলেন তিনি।

সচিনের জবানিতে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত রিপোর্ট অনুয়ায়ী ধোনিকে আশার আলো বলে বর্ণনা করেন তেন্ডুলকর। লিটল মাস্টারের কথায়, ‘ধোনি আশার আলো দেখিয়েছিল। বিশ্বাস করতে শিখিয়েছিল, কোনও কিছুই অসম্ভব নয়।’

তেন্ডুলকর বলেন, ‘ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগে আমি ধোনির কথা কখনও শুনিনি। আমি প্রথমবার ওকে দেখি বাংলাদেশে ওয়ান ডে টুর্নামেন্টের সময়। সৌরভের সঙ্গে আমার কথা হচ্ছিল ওকে নিয়ে। আমি বলি, ‘দাদা, ছেলেটার হাতে ঝাঁকুনি আছে। বল মারার ক্ষমতা রয়েছে। ওর মধ্য মশলা রয়েছে।’

সচিন আরও বলেন, ‘আমার জন্য ধোনি ছিল আশার আলো। ও বিশ্বাস করতে শেখায়, কোনও কিছুই অসম্ভব নয়। ধোনি অত্যন্ত প্রতিভাবান ছিল। প্রতিভা এমন একটা জিনিস, যেটা নিজের রাস্তা খুঁজে নেয়। যার প্রতিভা থাকে, তাকে কোনওভাবেই থামানো যায় না। ওর একটা গুন আমাকে সবসময় মুগ্ধ করত। সেটা হল ওর শান্ত স্বভাব। এটাই ওকে সফল হতে সাহায্য করেছে।’

শেষে তেন্ডুলকর বলেন, ‘অসাধারণ একটা যাত্রা শেষ হল। একটা ছোট জায়গা থেকে উঠে এসে ১৫ বছর ভারতের হয়ে ক্রিকেট খেলা অবিশ্বাস্য। ওর দুরন্ত একটা কেরিয়ারের জন্য ধোনিকে অভিনন্দন জানাচ্ছি। আমি ওর সব ইনিংস খুব উপভোগ করেছি। ধোনির বিশেষ কোনও একটা ইনিংস বেছে নেওয়া আমার পক্ষে কঠিন। সারা বিশ্বের মানুষকে ও অনাবিল আনন্দ উপহার দিয়েছে। নতুন প্রজন্মকে ক্রিকেট খেলায় অনুপ্রাণিত করেছে ধোনি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK ভয়ে কুঁকড়ে থাকতে রাজি নন, আরসিবির মোকাবিলা করার আগে তাণ্ডবের ইঙ্গিত দিলেন রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.