বাংলা নিউজ > ময়দান > Virat on Dhoni: শোনো, এখন তোমার কথা শুনতে পারব না- ধোনিকে কখন বলতেন কোহলি

Virat on Dhoni: শোনো, এখন তোমার কথা শুনতে পারব না- ধোনিকে কখন বলতেন কোহলি

বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি।

ভারতীয় দলে এক সঙ্গে খেলেছেন অনেক ম্যাচ। এই দুই জনই কিংবদন্তি। একজন মহেন্দ্র সিং ধোনি এবং অপর জন বিরাট কোহলি। এই দুই ক্রিকেটারই ভারতীয় দলের অধিনায়কত্ব পালন করেছেন। এবার এক অনুষ্ঠানে ধোনির প্রশংসা করলেন বিরাট। 

ভারত তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে ধরা হয় তাঁকে। ২০০৮ সালে ভারতের হয়ে অভিষেক ঘটানোর পর ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙেছেন তিনি। তবে ৩২ বছর বয়সী ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে অনেক সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। তাঁর সময়কালে ভারত ক্রিকেট বিশ্বে রাজত্ব করলেও কোনও আইসিসি ট্রফি পাননি।

বিরাটের নেতৃত্বে ২০১৭ সালে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছায় ভারত। কিন্তু চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারে । ২০১৯ সালে একদিনের বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় বিরাটের নেতৃত্বাধীন ভারতীয় দল। ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রানার্স হয় তাঁর দল। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ভারত। আইসিসির একের পর এক টুর্নামেন্টের শেষে পৌঁছেও ট্রফি না আসায় সমালোচনার মুখে পড়তে হয় বিরাট কোহলিকে।

আরও পড়ুন… T20 বোঝেন এমন কাউকে আনুন: ভিন্ন ফর্ম্যাটে ভিন্ন কোচের পরামর্শ দিলেন হরভজন সিং

অন্যদিকে ২০২০-২১ সালে তাঁর ব্যক্তিগত ফর্ম মোটেই ভালো যাচ্ছিল না। ব্যাটে রানের খরা চলছিল। শেষে তাঁর হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন চলে যায় রোহিত শর্মার কাছে। অধিনায়কত্বের সেই স্থানান্তর প্রক্রিয়া নিয়েও সমালোচনা হয়। রোহিতকে দায়িত্ব দেওয়ার পর ধীরে ধীরে রানের মধ্যে ফেরেন বিরাট কোহলি।

এই মুহূর্তে রানের মধ্যেই রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের একটি অনুষ্ঠানে বিরাট জানান, তিনি অধিনায়কত্ব শিখেছেন মহেন্দ্র সিং ধোনির থেকে। ধোনির অধীনে খেলার সময় তাঁর সঙ্গে বিরাটের সম্পর্ক কেমন ছিল তা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি। উল্লেখ্য, প্রথমে ধোনির থেকে টেস্টের অধিনায়কত্ব পান বিরাট। তারপর ধীরে ধীরে আসে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্বও সামলান ভিকে।

আরও পড়ুন… NZ vs ENG: ট্রেন্ড ভেঙে কিউয়িদের ফলো-অন করালেন স্টোকস, জবাবে লড়ছে নিউজিল্যান্ড 

বিরাট কোহলি বলেন, ‘এমএসই আমাকে ওর সহকারী হিসেবে বেঁছে নিয়েছিল। ২০১২ সাল থেকে আমাকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরি করতে থাকে। আমি ছিলাম মাহি ভাইয়ের পছন্দের সহ-অধিনায়ক। মাহি ভাই এবং আমার মধ্যে কখনও অস্বস্তিকর কিছু তৈরি হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমি মাহি ভাইয়ের ডান হাত ছিলাম। মাঠে নানা বিষয় নিয়ে আমাদের আলোচনা চলতো। আমি তাঁর পাশে দাঁড়িয়ে খেলাটা বোঝার চেষ্টা করতাম। তখন আমার আত্মবিশ্বাসও ধীরে ধীরে বৃদ্ধি পায়। কারণ প্রচুর ম্যাচ জেতানো ইনিংস খেলছিলাম আমি।’

অধিনায়কত্বের পরিবর্তন তাঁদের দুজনের সহজ সম্পর্কের জন্যই সাবলীল ভাবে বদলে ছিল বলে মন্তব্য করেন বিরাট। তিনি বলেন, ‘কোনও ম্যাচ যখন কঠিন হয়ে উঠতো, আমি এমএসের কাছে গিয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করতাম। মাঠে কখনও চুপচাপ দাঁড়িয়ে থাকিনি। যতদিন ও ছিল কখনও মনে হয়নি মাহি ভাইয়ের জায়গা আমাকে নিতে হবে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন
Live Score