বাংলা নিউজ > ময়দান > পুলিশের ভূমিকায় পাওয়া গেল ধোনিকে- 2023 IPL-এর আগে CSK অধিনায়ক করছেনটা কী!

পুলিশের ভূমিকায় পাওয়া গেল ধোনিকে- 2023 IPL-এর আগে CSK অধিনায়ক করছেনটা কী!

পুলিশের অফিসারের ভূমিকায় মহেন্দ্র সিং ধোনি।

ধোনি ভারতীয় টেরিটোরিয়াল আর্মির সঙ্গে যুক্ত। তিনি লেফটেন্যান্ট কর্নেলের সম্মানজনক পদে অধিষ্ঠিত। তাঁকে এ বার পাওয়া গিয়েছে পুলিশের ভূমিকায়। ধোনির ছবিটি টুইটারে হুহু করে ভাইরাল হয়েছে। ছবিতে ধোনিকে পুলিশের মতো খাকি পোশাক পরে থাকতে দেখা গিয়েছে।

কিংবদন্তি ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৩ সংস্করণের আগে প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন। তিনি একজন ক্রিকেটার হিসেবে বহু সাফল্য পেয়েছেন। মিডল-অর্ডার ব্যাটার, ফিনিশার, উইকেট-রক্ষক, নেতা এবং অধিনায়ক- যে ভূমিকাতেই হোক না কেন, সাফল্যের তাঁর পায়ে লুটোপুটি খেয়েছে। তবে এ বার ধোনিকে পাওয়া গিয়েছে একেবারে নতুন ভূমিকায়। পুলিশ-অফিসারের ভূমিকাতে পাওয়া গিয়েছে তাঁকে।

আরও পড়ুন: ভিডিয়ো- উমরানের ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল, স্টাম্প ছিটকে উড়ে গেল ৩০ গজের বাইরে

ধোনি ভারতীয় টেরিটোরিয়াল আর্মির সঙ্গে যুক্ত। তিনি লেফটেন্যান্ট কর্নেলের সম্মানজনক পদে অধিষ্ঠিত। তাঁকে এ বার পাওয়া গিয়েছে পুলিশের ভূমিকায়। ধোনির ছবিটি টুইটারে হুহু করে ভাইরাল হয়েছে। ছবিতে ধোনিকে পুলিশের মতো খাকি পোশাক পরে থাকতে দেখা গিয়েছে। দেখে মনে হচ্ছে, বড় কোনও ঝামেলা থামাতে তিনি ব্যস্ত। ছবিটি দেখে ধোনির ভক্তরাও হতবাক। তাঁদের মনে প্রশ্ন, কেন প্রাক্তন ভারত অধিনায়ক আইপিএলের আসন্ন মরসুমে ক্রিকেট ছেড়ে পুলিশের ভূমিকার অবতীর্ণ হয়েছেন! জানা গিয়েছে, কিছু বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য ধোনি পুলিশ অফিসার হয়েছেন। যে বিজ্ঞাপনটি শীঘ্রই দেখতে পাওয়া যাবে।

ধোনির পুলিশ অফিসার হওয়ার ঘটনা এই প্রথম নয়, এর আগেও তাঁকে ট্র্যাফিক পুলিশের ইউনিফর্মে দেখতে পাওয়া গিয়েছিল। যে ছবিও ভাইরাল হয়েছিল। সেটিও একটি বিজ্ঞাপনেরই ছবি ছিল।

ধোনি সম্প্রতি রাঁচিতে ভারতীয় দলের সঙ্গে দেখা করেছিলেন। যেখানে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলেছিল। ম্যাচটি হেরেছিল ভারত।

আরও পড়ুন: অক্ষরের ভয়ে কাঁটা অজিরা, RCB কানেকশন খাটিয়ে আলুরে বিশেষ পিচের ব্যবস্থা

ধোনি আইপিএলের ১৬তম সংস্করণের হাত ধরে ফের ২২ গজে ফিরবেন। ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস (সিএসকে) চারটি শিরোপা জিতেছেন। ধোনি গত বছর রবীন্দ্র জাদেজার হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন। কিন্তু খারাপ ফল এবং বাড়তি চাপের কারণে তারকা অলরাউন্ডার সরে দাঁড়ান। তখন ধোনিই ফের চেন্নাইকে নেতৃত্ব দেন।

মনে করা হয়েছিল, ২০২২ আইপিএলই ধোনির শেষ হতে পারে। তবে, চার বারের আইপিএল-জয়ী অধিনায়ক আশ্বাস দিয়েছিলেন যে, তিনি ২০২৩ সালে মাঠে ফিরবেন। কারণ তিনি শেষ বারের মতো চিপকের ক্রিকেট ভক্তদের সামনে খেলতে চান। প্রসঙ্গত, ২০২৩ আইপিএল হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে হবে। সম্ভবত এটাই ধোনির শেষ আইপিএল হতে চলেছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন