শেষ তাঁকে দেখা গিয়েছিল বিশ্বকাপের সেমিফাইনালে। তাঁর রানআউটের সঙ্গেই শেষ হয়ে গিয়েছিল একশো তিরিশ কোটি ভারতবাসীর স্বপ্ন। তারপর থেকে ব্যাট হাতে ক্রিকেট মাঠে দেখা যায়নি ক্রিকেটের বরপুত্র মহেন্দ্র সিং ধোনিকে। ঋষভ পন্থের প্রতিটি ব্যর্থতার সঙ্গে ক্রিকেটপ্রেমীদের ধোনিকে ফেরানোর দাবি বাড়তে থাকে। তাদের জন্য সুখবর। সবকিছু ঠিক থাকলে মাঠে ফিরতে চলেছেন ধোনি। তবে ভারতের জন্য নয়, বাংলাদেশ বোর্ডের আমন্ত্রণে এশিয়া একাদশের হয়ে খেলতে পারেন তিনি।
মার্চের ১৮ ও ২১ তারিখ এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি ম্যাচ আয়োজন করেছে বিসিবি। এই দুটি ম্যাচকে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দিয়েছে আইসিসি। শুধু ধোনি নয়, বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভূবনেশ্বর কুমার, রবিন্দ্র জাদেজাও এই ম্যাচগুলি খেলুক, এমনই ইচ্ছা বিসিবির। ইতিমধ্যেই ভারতীয় বোর্ডের কাছে নিজেদের অনুরোধ পাঠিয়েছে তারা। যদি ভারতীয় বোর্ড ছাড়পত্র দেয় ও ধোনি রাজি হন, তাহলে ফের ক্যাপ্টেন কুলকে মাঠে দেখতে পেতে পারেন ক্রিকেট অনুরাগীরা। এই খবর শোনা মাত্রই আশায় বুক বাঁধছেন ধোনি ফ্যানরা। মাহিকে আরেকবার মাঠে দেখার সুযোগ কেউই ছাড়তে চাইবেন না। আপাতত ভারতীয় দল থেকে ব্রেক নিয়েছেন ধোনি। আইপিএলের পরেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ধোনি, এমনটাই আশা করা হচ্ছে।