এটা মহেন্দ্র সিং ধোনি নাকি রণবীর কাপুর? নাকি শোয়েব মালিক? কর্ণাটকের চামুণ্ডেশ্বরী ওয়াক্স মিউজিয়ামে ধোনির মোমের মূর্তি দেখে এমনই প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা। কেউ কেউ তো একধাপ এগিয়ে দাবি করলেন, যিনি এই মোমের মূর্তি তৈরি করেছেন, তিনিই ‘আদিপুরুষ’ সিনেমার ভিএফএক্সের দায়িত্বে ছিলেন।
সম্প্রতি মাইসুরুর চামুণ্ডেশ্বরী ওয়াক্স মিউজিয়ামে ধোনির মোমের মূর্তি বসানো হয়। কিন্তু সেই মূর্তি একেবারেই ধোনি ভক্তদের মন জয় করতে পারেনি। রীতিমতো হা-হুতাশ করতে থাকেন তাঁরা। ধোনির মোমের মূর্তি ছবি দেখে এক নেটিজেন বলেন, 'যে শিল্পী এই মূর্তি তৈরি করেছেন, তিনিই আদিপুরুষের ভিএফএক্সের দায়িত্বে ছিলেন।' উল্লেখ্য, সম্প্রতি বলিউড সিনেমা ‘আদিপুরুষ’-এর টিজার মুক্তি পেয়েছে। ভিএফএক্সের জেরে তুমুল সমালোচনার মুখে পড়েছেন ‘আদিপুরুষ’-র নির্মাতারা।
তবে সেখানেই শেষ হয়নি নেটিজেনদের হাসাহাসি। এক নেটিজেন বলেন, ‘(এটা দেখে মনে হচ্ছে যে) মহেন্দ্র সিং ধোনি এবং রণবীর কাপুরকে মিশিয়ে একটি মোমের মূর্তি তৈরি করা হয়েছে।’ অপর একজন আবার বলেন, 'চুপ করুন। এটা শোয়েবের (মালিক) মূর্তি, ধোনির নয়।' একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘ভারতীয় জার্সিতে (পাকিস্তানের ক্রিকেটার) শোয়েব মালিক। শুধু চুলের ছাঁট আলাদা।’ এক নেটিজেন আবার বলেন, 'এই মূর্তির লোকটা যে কেউ হতে পারেন, কিন্তু মহেন্দ্র সিং ধোনি নন।'
আরও পড়ুন: ‘আদিপুরুষ’-এর সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’-র তুলনা! কী বলছেন অয়নের ছবির VFX-এর কারিগর
এমনিতে সম্প্রতি ধোনির একটি পুরনো ভিডিয়ো (একটি ব্র্যান্ডের হয়ে সেই ভিডিয়ো ছিল) ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিয়োয় মন্দিরা বেদী ধোনিকে প্রশ্ন করেন, এখনও পর্যন্ত তিনি যে উপহার পেয়েছেন, তার মধ্যে সেরা কোনটি। সেই প্রশ্ন শুনে ধোনি কিছুক্ষণ ভাবতে থাকেন। ততক্ষণে সঞ্চালক মন্দিরা বলে ওঠেন, ‘আমি তোমায় সাহায্য করতে পারি - বলো যে আমার মেয়ে।’ তা শুনে মাথা নাড়তে-নাড়তে ধোনি বলেন, ‘ওটা উপহার নয়, ওটা কঠোর পরিশ্রম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।