বাংলা নিউজ > ময়দান > MS Dhoni wins tennis tournament: 'এখানেও ট্রফি জয়', টেনিসের ডাবলস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে হাসি ধোনির: ভিডিয়ো

MS Dhoni wins tennis tournament: 'এখানেও ট্রফি জয়', টেনিসের ডাবলস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে হাসি ধোনির: ভিডিয়ো

টেনিস টুর্নামেন্টে জয় মহেন্দ্র সিং ধোনির। (ছবি সৌজন্যে টুইটার এবং পিটিআই)

MS Dhoni wins tennis tournament: ট্রফি প্রদানের যে ভিডিয়ো ছড়িয়েছে, তাতে দেখা গিয়েছে, জয়ী হিসেবে নাম ঘোষণার পরই হাসছেন মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ধোনির পার্টনার ট্রফি নেন। তারপর ধোনির হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

ক্রিকেট হোক বা টেনিস কোর্ট - খেলতে নামলেই যেন ট্রফি জিতেই ছাড়বেন মহেন্দ্র সিং ধোনি। ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত টেনিস টুর্নামেন্টের ডাবলসে জিতলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তাতে মজেছে নেটপাড়া। নেটিজেনদের বক্তব্য, ‘মাহি এখানেও ট্রফি জিতছেন।’

সম্প্রতি রাঁচিতে ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে একটি টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই টুর্নামেন্টে ডাবলস খেলতে নেমেছিলেন ধোনি। সুমিত কুমার বাজাজের সঙ্গে জুটি বেঁধে ডাবলসের খেতাব জেতেন ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সুমিতের সঙ্গে তাঁর হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: জাদেজা কি চেন্নাইতে থাকবেন? CSK কর্তাদের দাবি ধোনি নিজের লিস্ট করে ফেলেছেন

ট্রফি প্রদানের যে ভিডিয়ো ছড়িয়েছে, তাতে দেখা গিয়েছে, জয়ী হিসেবে নাম ঘোষণার পরই হাসছেন ধোনি। প্রথমে ধোনির পার্টনার ট্রফি নেন। তারপর ধোনির হাতে ট্রফি তুলে দেওয়া হয়। তুমুল হর্ষধ্বনির মধ্যে হাসিমুখে হাতে ট্রফি নেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। যিনি ট্রফি দেন, তাঁর সঙ্গে ধোনিকে হাতও মেলাতে দেখা যায়।

সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন বলেন, 'এখানেও ট্রফি জিতছেন মাহি (মহেন্দ্র সিং ধোনি)।' একইসুরে অপর এক নেটিজেন বলেন, 'এমন কোনও টুর্নামেন্ট নেই, যাতে অংশগ্রহণ করেননি ধোনি, যাতে উনি জেতেননি। ট্রফি সংগ্রাহক।' অপর একজন বলেন, 'উনি কত ফিট।' অপর একজন আবার বলেন, 'এখনও ট্রফি জিতছেন ধোনি।' একজন বলেন, 'এই কারণেই উনি চ্যাম্পিয়ন।'

আরও পড়ুন: MS Dhoni playing tennis: টেনিসেও ধোনি জাদু! ডাবলসে প্রথম রাউন্ডে জিতলেন প্রথম T20 বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন

তবে এই প্রথম কোনও টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন না ধোনি। ২০১৮ সালে ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে টেনিস টুর্নামেন্টেই ডাবলসে খেতাব জিতেছিলেন। পরের বছরও ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত টেনিস টুর্নামেন্টে নেমেছিলেন ধোনি। প্রাক্তন ভারতীয় অধিনায়কের ডাবলস পার্টনার ছিলেন সুমিত। সেইসব ছবি এবং ভিডিয়ো অতীতে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। এবারও ডাবলসে সুমিতের সঙ্গেই ট্রফি জিতেছেন ধোনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন