মহেন্দ্র সিং ধোনির শাশুড়ি কি ৮০০ কোটি টাকার সংস্থা চালাচ্ছেন? একাধিক রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ধোনির শাশুড়ি শিলা সিং নাকি ‘ধোনি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড’-র সিইও। চার বছরের মধ্যে যে সংস্থা ৮০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। যদিও সেই বিষয়টির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। আর ধোনি এন্টারটেনমেন্টের ওয়েবসাইট অনুযায়ী, বড় কোনও পদে নেই ধোনির শাশুড়ি। সংস্থার প্রতিষ্ঠাতা হিসেবে ধোনি (যিনি বিভিন্ন ব্যবসায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে) এবং তাঁর স্ত্রী সাক্ষীর নাম আছে। সাক্ষীকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দেখানো হয়েছে। সিইও পদে কারও নাম নেই।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ধোনি এন্টারটেনমেন্টের ওয়েবসাইটে শিলার নাম না থাকলেও মেয়ে সাক্ষীর সঙ্গে হাত মিলিয়ে তিনিই সেই সংস্থার দেখভাল করেন। ২০২০ সাল থেকেই ধোনির বিনোদন সংস্থার উচ্চপদে আছেন। মা এবং মেয়ের নেতৃত্বে একেবার কম সময় ব্যাপক সাফল্য পেয়েছে ধোনি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। ক্রমশ উঠেছে সংস্থার গ্রাফ। বিভিন্ন নয়া কাজ শুরু করেছে। লক্ষ্মীলাভও হয়েছে সংস্থার। মাত্র চার বছরেই ধোনি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড ৮০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন: ধোনি কি সত্যিই অবসর নিচ্ছেন? CSK-এর আবেগঘন ‘আমার অধিনায়ক’ পোস্ট নতুন জল্পনার জন্ম দিল
কীভাবে ধোনি ও সাক্ষীর দেখা হয়েছিল?
একাধিক রিপোর্ট অনুযায়ী, ছেলেবেলা থেকেই একে অপরকে চিনতেন ধোনি ও সাক্ষী। তাঁদের পারিবারিক বন্ধুত্ব ছিল। কিন্তু পরবর্তীতে সাক্ষীরা দেরাদুনে চলে যাওয়ায় সেই বন্ধুত্বে ছেদ পড়ে গিয়েছিল। কিন্তু ১০ বছর পরে ধোনি এবং সাক্ষীকে ফের মিলিয়ে দেন ভাগ্যদেবতা। ইডেনে ভারতীয় দলের ম্যাচ খেলতে এসেছিলেন ধোনি। সেইসময় যে হোটেলে ছিলেন ধোনিরা, সেই হোটেলে ইন্টার্ন হিসেবে কাজ করতেন সাক্ষী। তারপর সাক্ষীর নম্বর খুঁজে বের করেছিলেন ধোনি।
আরও পড়ুন: শেষ ট্রফি জিতিয়েছিলেন ধোনি, তারপর থেকে ICC টুর্নামেন্টে ভারত কেমন খেলেছে?
২০০৮ সালের মার্চে 'ডেট'-এ গিয়েছিলেন ধোনি ও সাক্ষী। ২০২০ সালের ৪ জুলাই দেরাদুনে সাক্ষীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ধোনি। সেখানে হাজির ছিলেন রাজনৈতিক নেতা, ক্রীড়া ব্যক্তিক্ত ও সিনেমা জগতের তারকারা। তারপর ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ধোনি ও সাক্ষীর দুনিয়ায় নতুন সদস্য আসে। কিন্তু মেয়ের জন্মের মুহূর্তে দেশে থাকতে পারেননি ধোনি। সেইসময় ৫০ ওভারের বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ায় ছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।