ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের আগে শক্তি বাড়ল বাংলার। মুকেশ কুমার জাতীয় দল থেকে ফিরে বাংলা শিবিরে যোগ দেওয়ায় মনোজ তিওয়ারিদের আত্মবিশ্বাসও বাড়ল কয়েকগুন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে নির্বাচিত হন মুকেশ। ফলে ওড়িশার বিরুদ্ধে রঞ্জির শেষ গ্রুপ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে রাঁচি ও লখনউয়ে কিউয়িদের বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি টি-২০ ম্য়াচে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর।
আমদাবাদের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচেও প্রথম একাদশে জায়গা হবে না বুঝেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট স্কোয়াড থেকে ছেড়ে দেয় মুকেশকে। ফলে রঞ্জির গুরুত্বপূর্ণ নক-আউট ম্যাচে মাঠে নামা আটকাবে না বাংলার তারকা পেসারের।
ভারতীয়-এ দলের হয়ে বাংলাদেশ সফরে ব্যস্ত ছিলেন বলে বাংলার হয়ে রঞ্জির প্রথম দিকের ম্যাচগুলিতে মাঠে নামতে পারেননি মুকেশ। বাংলাদেশ থেকে ফিরে বাংলার হয়ে ২টি রঞ্জি ম্য়াচে মাঠে নামেন তিনি। বরোদার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেন মুকেশ। পরে হরিয়ানার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট দখল করেন তিনি। সুতরাং, চলতি রঞ্জি ট্রফির ২টি ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ১১টি উইকেট নেন মুকেশ কুমার।
বাংলাদেশ সফরেও বল হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। শামির বদলি হিসেবে ভারতীয় টেস্ট স্কোয়াডে মুকেশকে জায়গা করে দেওয়ার দাবিও উঠতে শুরু করে। যদিও শেষমেশ তাঁর ভাগ্যে শিকে ছেঁড়েনি। তবে ভারতীয়-এ দলের হয়ে যতগুলি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি, বল হাতে নিজের ছাপ রেখেছেন। বাংলার হয়েও বরাবর বল হাতে ধারাবাহিক মুকেশ। স্বাভাবিকভাবেই এমন ম্য়াচ উইনারকে ফিরে পেয়ে আত্মবিশ্বাসে ফুটছে বাংলা।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে ইডেনে ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে বাংলা। এলিট-এ গ্রুপ থেকে এক নম্বর দল হিসেবে রঞ্জির শেষ আটের টিকিট নিশ্চিত করেন মনোজ তিওয়ারিরা। লিগের ৭টি ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচে হারের মুখ দেখে বাংলা। চারটি ম্যাচে তারা সরাসরি জয় তুলে নেয়, যার মধ্যে ২টি ম্যাচ জেতে ইনিংসের ব্যবধানে।
আরও পড়ুন:- INDw vs WIw: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের, অপরাজিত থেকে ফাইনালে হরমনপ্রীতরা
অন্যদিকে ঝাড়খণ্ড এলিট-সি গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট হাতে পায়। ৭ ম্যাচের মধ্যে ৩টি ম্যাচ জেতে তারা। হারের মুখ দেখে ২টি ম্যাচে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।