হায়দরাবাদকে হেলায় হারাল মুম্বই। রঞ্জি ট্রফিতে পরপর দুই ম্যাচে জয় পেল অজিঙ্কা রাহানের দল। তবে এই ম্যাচের দিকে সবার নজর ছিল। জাতীয় দল থেকে বাদ পড়ার পর এখন ঘরোয়া ক্রিকেট খেলছেন অজিঙ্কা রাহানে। আর হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ইনিংসে দ্বিশতরান করেন তিনি। পাশাপাশি যশস্বী জসওয়াল এবং সরফরাজ খান শতরান করেন। তবে সূর্যকুমার যাদব অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। ব্যাটারদের দাপটে প্রথম ইনিংসে ছয় উইকেট হারিয়ে ৬৫১ রান তুলে ডিক্লেয়ার করে মুম্বই।
হায়দরাবাদের বোলাররা মুম্বইয়ের বিরুদ্ধে দাগ কাটতে ব্যর্থ। প্রথম ইনিংসে শুধুমাত্র কার্তিকেয়া তিন উইকেট নিয়েছেন। তাছাড়া আর কেউ সেইভাবে নজর কাড়তে পারেননি। ফলে যা হওয়ার তাই হয়েছে। দুর্বল বোলিং লাইনআপকে নিয়ে কার্যত ছেলেখেলা করতে থাকেন রাহানেরা। তাছাড়া এই মুহূর্তে মুম্বই দলে একাধিক জাতীয় দলের ক্রিকেটার খেলছেন। রাহানে রয়েছেন, সেই সঙ্গে সূর্যকুমার যাদবও রয়েছেন। তবে এই ম্যাচে দাগ কাটতে ব্যর্থ পৃথ্বী শ। দ্বিশতরান করে রাহানে জাতীয় দলে ফেরার দাবি জোরালো করেছেন। কারণ নতুন বছরের শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজ। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে বিরাট কোহলিদের। আর সেই সিরিজেই জাতীয় দলে কামব্যাক করতে চান জিঙ্কস।
আরও পড়ুন:- Ind vs Ban- এই উইকেট নেওয়ার কথা হাজার বার ভেবেছি, বারো বছরের অপেক্ষার শেষে বললেন উনাদকাট
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২১৪ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। রোহিত রায়াডু ৭৭ রান ছাড়া আর কেউ ৫০ রানের গন্ডি পেরতে পারেনি। ফলে যা হওয়ার তাই হয়। মুম্বই বোলারদের দাপটে কার্যত ভেলায় ভেসে যায় হায়দরাবাদের ব্যাটিং অর্ডার। ফের হায়দরাবাদকে ফলোঅন করিয়ে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক অজিঙ্কা রাহানে। প্রথম ইনিংসে ৪৩৭ রানে পিছিয়ে ইনিংস শেষ করে হায়দরাবাদ। তখন থেকেই এই ম্যাচ জয়ের গন্ধ পেতে শুরু করে মুম্বই শিবির।
কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সেই রান তুলতে পারেনি তন্ময় আগরওয়ালের দল। দ্বিতীয় ইনিংসেও মাত্র ২২০ রানে অলআউট হয়ে যায় তারা। দ্বিতীয় ইনিংসে রাহুল বুদ্ধি ৬৫ রান করেন। মুম্বইয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে তনুষ কোটিয়ান পাঁচ উইকেট এবং শামস মুলানি চার উইকেট নেন। প্রথম ইনংসেও এই মুলানি সাত উইকেট নিয়েছেন। তাঁর দুর্দান্ত বোলিং বিপাকে ফেলে দেয় হায়দরাবাদকে। অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে হায়দরাবাদকে ইনিংস সহ ২১৭ রানে হারাল মুম্বই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।