চলতি আইএসএলে প্রথম ম্যাচ জিতলেও, দ্বিতীয় ম্যাচে বড় ধাক্কা খেল ওড়িশা এফসি।শনিবার মুম্বই এফসি-র কাছে ২-০ হারল ওড়িশা। ৫০ মিনিটে শুভম সারেঙ্গির আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল মুম্বই সিটি এফসি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ব্যবধান বাড়ান বিপিন সিং।
প্রথমার্ধে দুই দল আহামরি ফুটবল খেলেনি। মূলত রক্ষণাত্মক ফুটবলই খেলেছেন ওড়িশা-মুম্বই। তবে বিক্ষিপ্ত ভাবে প্রতি আক্রমণে উঠলেও সে ভাবে সুযোগ তৈরি করতে পারেননি। তবে ছবি বদলায় দ্বিতীয়ার্ধ থেকে।
আরও পড়ুন: ডার্বির আগে জয়ে ফেরা জরুরি-প্রীতমের দাবি সত্ত্বেও কেরালার বিরুদ্ধে চাপে ATK MB
দ্বিতীয়ার্ধের মিনিট পাঁচেকের মধ্যেই ওড়িশার আত্মঘাতী গোলেই সমীকরণ বদলে যায়। মুম্বইয়ের রক্ষণ এ দিন এতটাই মজবুত করে রেখেছিল, সেটা ভাঙা ওড়িশার পক্ষে দুষ্কর হয়ে যায়। গোলের মুখই তারা খুলে উঠতে পারেনি। যে কারণে গোলশোধও হয়নি।
লালিয়ানজুয়ালা ছাংতে ডান প্রান্ত দিয়ে আক্রমণ শানিয়ে কয়েক জন ডিফেন্ডারকে কাটিয়ে গোলমুখী একটি শট মেরেছিলেন। কিন্তু সেটা আটকে গেন ওড়িশার গোলকিপার অমরিন্দর সিং। তবে অমরিন্দরের রুখে দেওয়া বল সারেঙ্গির পায়ে লেগে জালে জড়িয়ে যায়। অসহায়ের মতো আত্মঘাতী গোল হজম করতে হয় ওড়িশাকে।
আরও পড়ুন: জয়ে ফিরল গত বারের ISL চ্যাম্পিয়নরা, নর্থইস্টকে ৩-০ উড়িয়ে চেনা ছন্দে হায়দরাবাদ
এই ব্যবধান তারা কমাতে পারেনি। ব্যবধান আরও বাড়তে পারত। তবে গ্রেগ স্টুয়ার্টের অনবদ্য ভলি দুরন্ত সেভ করেন অমরিন্দর। ওড়িশা অবশ্য গোলশোধের জন্য ছটফট করেও সুবিধে করতে পারেনি। বরং ম্যাচের শেষ লগ্নে ইনজুরি টাইমে বিপিন সিং-এর গোলে জয়ের ব্যবধান বাড়ায় মুম্বই।
স্টুয়ার্ট মাঝমাঠ থেকে বল পেয়ে আক্রমণে উঠে এসে নিঃস্বার্থ ভাবে বিপিনের দিকে বল বাড়ান। তা থেকে গোল করেন বিপিন। এই জয়ের সুবাদে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে চলে গেলো মুম্বই সিটি এফসি। সম সংখ্যক ম্যাচ খেলে হায়দরাবাদ এফসির পয়েন্টও সমান, তবে গোলপার্থক্য়ে এগিয়ে থাকার দৌলতে শীর্ষস্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সাতে নেমে গেল ওডিশা এফসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।