একটি টেনিস ম্যাচের স্কোরলাইন যদি ৩-৬, ১-৬ হয়, তাহলে সহজেই মনে হতে পারে ম্যাচটি একপেশে ছিল এবং হেরে যাওয়া খেলোয়াড়ের জন্য তেমন কিছু ইতিবাচক নেই। কিন্তু ১৫ বছর বয়সি মায়া রাজেশ্বরন রেভাথির ক্ষেত্রে এটি পুরোপুরি সত্য নয়। কোয়েম্বাটোরের এই কিশোরী মুম্বই ওপেন ২০২৫ এর সেমিফাইনালে পঞ্চম বাছাই জিল টাইখম্যানের বিরুদ্ধে পরাজিত হলেও, এটি ছিল সেই সপ্তাহ, যখন তিনি নিজেকে টেনিস দুনিয়ার আলোচনায় নিয়ে আসেন।
বড় মঞ্চে নিজেকে মেলে ধরলেন মায়া
ওয়াইল্ড কার্ড পেয়ে বাছাইপর্বে খেলার সুযোগ পাওয়া মায়া তখনও ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ে ছিলেন না। এটি ছিল তার পঞ্চম পেশাদার প্রতিযোগিতা। মূল পর্বে তিনি ইরিনা শিমানোভিচ, প্রাক্তন টপ ৫০ তারকা জারিনা দিয়াস এবং জাপানের মেই ইয়ামাগুচিকে পরাজিত করেন। তবে সুইস বামহাতি জিল টাইখম্যান তার জন্য একটু বেশিই শক্ত প্রতিপক্ষ ছিলেন।
মায়ার প্রতিক্রিয়া
ম্যাচ শেষে কোর্টে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মায়া বলেন, ‘আজকের পারফরম্যান্স আমার প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি, তবে এই সপ্তাহটি দারুণ কেটেছে।’ তার প্রতিপক্ষ টাইখম্যানও তাকে প্রশংসায় ভাসান। টাইখম্যান বলেন, ‘স্কোর দেখে সহজ মনে হতে পারে, তবে ম্যাচটা অতটা সহজ ছিল না। তার জন্য এটা বেশ ভালো একটি সপ্তাহ। তাঁর বয়স খুবই কম, তার প্রচুর শক্তি আছে। খেলায় কিছু ছোটখাট উন্নতি আনতে পারলে ওর ভবিষ্যৎ উজ্জ্বল। সে দুর্দান্ত প্রতিভাবান একজন।’
আরও পড়ুন… Champions Trophy 2025: নরকিয়ার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা, দলে ৩০ বছর বয়সি পেসার
নাদালের অ্যাকাডেমিতে প্রশিক্ষণের সুযোগ
২০২৪ সালের শেষ দিকে রাফায়েল নাদালের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন মায়া এবং ডব্লিউটিএ সূত্রে জানা গেছে, তাকে এক বছরের জন্য সেখানে প্রশিক্ষণের অফার দেওয়া হয়েছে। চলতি মাসেই তিনি স্পেনে চলে যাবেন। নাদালের বিদায়ী ডেভিস কাপ ইভেন্টের প্রশিক্ষণ দেখতে পাওয়াকে নিজের অন্যতম প্রিয় স্মৃতি হিসেবে উল্লেখ করেছেন তিনি। মায়া বলেন, ‘এত কিছু জেতার পরও একজন খেলোয়াড়ের মধ্যে যদি সাফল্যের জন্য এত ক্ষুধা থাকে, সেটা সত্যিই অনুপ্রেরণামূলক।’
আরও পড়ুন… SA20 2025 Champions: বোল্ট-রাবাদার বোলিং দাপট, সানরাইজার্সকে ৭৬ রানে হারিয়ে শিরোপা জিতল MI
সেমিফাইনালের ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ
মায়া ম্যাচের শুরুতে কিছুটা নার্ভাস ছিলেন। প্রথম সেটের শুরুতেই ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়েন। তবে এরপর তিনি কিছুটা ঘুরে দাঁড়ান, শক্তিশালী গ্রাউন্ডস্ট্রোকের মাধ্যমে টাইখম্যানকে চাপে ফেলতে থাকেন। প্রথম সেটে তিনি একটি ব্রেক নিয়ে স্কোরলাইন ৩-৫ করেন, কিন্তু টাইখম্যান শেষ পর্যন্ত সেটটি জিতে নেন।
আরও পড়ুন… PAK vs NZ: চোখে বলের আঘাত, অল্পের জন্য রক্ষা পেলেন রাচিন রবীন্দ্র! ৭৮ রানে জিতল নিউজিল্যান্ড
দ্বিতীয় সেটের শুরুতেও ৩০-০ লিড নিয়েও সার্ভ ধরে রাখতে পারেননি মায়া। কিছুটা আগ্রাসী টেনিস খেলার চেষ্টা করলেও, সেটটি ১-৬ ব্যবধানে হেরে যান। তবে মাঝেমধ্যে কিছু দুর্দান্ত শট খেলে তিনি প্রমাণ করেন, তার মধ্যে বড় মঞ্চে লড়াই করার যোগ্যতা রয়েছে।
মায়ার আগামীর লক্ষ্য কী? এই উত্থান ভারতীয় টেনিস ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। তিনি ২০২৫ সালে জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতাগুলিতে ভালো করার লক্ষ্য স্থির করেছেন। মায়া বলেন, ‘এবারই প্রথম আমি জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম মূল পর্বে খেলব। কিন্তু মুম্বই ওপেনের পর আমি টপ ৭০০-তে চলে যাব, ফলে কিছু মহিলাদের আইটিএফ প্রতিযোগিতায়ও খেলতে হবে। জুনিয়র থেকে সিনিয়র পর্যায়ে আমার ট্রানজিশন একটু দ্রুতই হচ্ছে।’ তিনি আরও জানান, ছোটবেলা থেকে তার আদর্শ সানিয়া মির্জা, যিনি একসময় বিশ্বের শীর্ষ ৩০ খেলোয়াড়ের মধ্যে ছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।