তিনটি ফাইনালের তিনটিতেই বাজিমাত ভারতীয়দের। অনূর্ধ্ব-১৭ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে শুক্রবার ভারতীয় মেয়েদের জয়জয়কার। বৃহস্পতিবার ২টি ওয়েট ক্যাটাগরিতে সোনা জিতেছিল ভারত। শুক্রবার আরও ৩টি স্বর্ণপদক যোগ হয় ভারতের খাতায়। সব মিলিয়ে ১০টি ওয়েট ক্যাটাগরির মধ্যে ৫টিতে সোনা জেতে ভারতীয় কুস্তিগিড়রা।
৭৩ কেজি বিভাগে প্রিয়া মালিক ও ৪৩ কেজি বিভাগে রিতিকা কাটারিয়া আগেই গোল্ড মেডেল গলায় ঝুলিয়েছিলেন। এবার ৪০ কেজি বিভাগে মুস্কান, ৬১ কেজি বিভাগে সবিতা ও ৬৯ কেজি বিভাগে হর্ষিতা চ্যাম্পিয়ন হলেন।
ফাইনালে মুস্কান পরাজিত করেন জাপানের মোনা এজাকাকে। ফাইনাল বাউটে সবিতা হারিয়ে দেন আমেরিকার ভালেরি হ্যামিল্টনকে। খেতাবি লড়াইয়ে হর্ষিতা টেক্কা দেন জাপানের চিসাতো যোশিদাকে।
তার আগে ৭৩ কেজি বিভাগের ফাইনালে প্রিয়া পরাজিত করেন ইউক্রেনের মারিয়া জেঙ্কিনাকে। ৪৩ কেজির খেতাবি লড়াইয়ে রিতিকা হারিয়ে দেন আমেরিকার এরিকা পাস্তোরিজাকে।
আরও পড়ুন:- CWG 2022: ফের বিতর্কে লভলিনা, উদ্বোধনী অনুষ্ঠানের মাঝপথেই কেন ফিরলেন গেমস ভিলেজে?
এছাড়া, ৪৬ কেজি বিভাগে ভারতের শ্রুতি পরাজিত হন রোমানিয়ার আলেকজান্দ্রা ভইকুলেস্কুর কাছে। ৪৯ কেজি বিভাগে নীরজা হেরে যান ইউক্রেনের অ্যানাস্তেসিয়া জাদভোরনার কাছে। ৫৩ কেজি বিভাগে রিনা হার মানেন ফ্রান্সের তুগবা কোহেনের কাছে। ৫৭ কেজি বিভাগে লিজা তোমর পরাজিত হন তুরস্কের তুবা দেমিরের কাছে। ৬৫ কেজি বিভাগে অঞ্জলি হার মানেন কাজাকাস্তানের ঝারকিনাই নুরনালের কাছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।