বাংলা নিউজ > ময়দান > Mustafizur Rahman: ক্রিকেট ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে এবার ফর্ম্যাট 'বেছে' খেলবেন মুস্তাফিজুর রহমান

Mustafizur Rahman: ক্রিকেট ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে এবার ফর্ম্যাট 'বেছে' খেলবেন মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান (AP)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে ফর্ম্যাটভিত্তিক কেন্দ্রীয় চুক্তি চালু করার পরেই টেস্ট থেকে আপাতত নিজেকে সরানোর ভাবনা পোষণ করছেন মুস্তাফিজুর।

শুভব্রত মুখার্জি: বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান বর্তমানে আইপিএলে খেলতে ব্যস্ত। তিনি দিল্লি ক্যাপিটালস দলের হয়ে আইপিএলে যথেষ্ট ভাল পারফরম্যান্স করছেন। জাতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটেই নিয়মিত খেলেন তিনি। এমন আবহে চোট আঘাত বাঁচিয়ে নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্য এবার 'বেছে' 'বেছে' ম্যাচ খেলার কথা জানিয়ে দিলেন মুস্তাফিজ। মুস্তাফিজুর রহমান জানিয়েছেন টেস্ট ক্রিকেটে তিনি হয়ত নাও ফিরতে পারেন।

প্রসঙ্গত ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জাতিয় দলের হয়ে শেষবার লাল বলের ক্রিকেটে খেলেছেন মুস্তাফিজ। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে শেষবার টেস্টে খেলেছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে ফর্ম্যাটভিত্তিক কেন্দ্রীয় চুক্তি চালু করার পরেই টেস্ট থেকে আপাতত নিজেকে সরানোর ভাবনা পোষণ করছেন মুস্তাফিজুর।

সাদা বলের ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে এবার মুখ খুলেছেন তিনি। মুস্তাফিজুর জানিয়েছেন 'আমি বিসিবিকে টেস্ট খেলার বিষয়ে আমার মনোভাব জানাবো। যদি বিসিবি আমার কাছে জানতে চায় তাহলে আমি জানাব। আমার অনেক সিনিয়র বিসিবির প্রেসিডেন্টের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলেছে কোন একটি নির্দিষ্ট ফর্ম্যাটে তারা খেলবে কি না সেই বিষয়ে পরিষ্কার করেছে। আমি নিজেও বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব। তিনি অবশ্য এই বিষয়টি নিয়ে সচেতন। বিসিবি কখনও বিষয়টি নিয়ে আমাকে জোড়াজুড়ি করেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে বিসিবির লাল বলের কোনও চুক্তিও নেই।'

বন্ধ করুন