নিউজিল্যান্ড সফরের দল নির্বাচন নিয়ে ফের কথার লড়াইয়ে জড়িয়ে পড়লেন মহম্মদ হাফিজ ও প্রাক্তন পাক অধিনায়ক তথা প্রখ্যাত ধারাভাষ্যকার রামিজ রাজা।
নিউজিল্যান্ড সফরের দলে হাফিজকে দেখে রামিজ রাজা পিসিবির অচলাবস্তার দিকে আঙুল তোলেন। তাঁর দাঁবি, বোর্ড হাফিজের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপর আস্থা রাখতে গিয়ে নতুন ক্রিকেটারদের বঞ্চিত করছে। তিনি আরও দাবি করেন, ২০২১-এ ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপের কথা ভেবে পিসিবির উচিত নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়া।
রামিজ রাজার স্পষ্ট মত, নতুনদের জায়গা ছেড়ে দিতে হাফিজের মতো সিনিয়র ক্রিকেটারের সসম্মানে অবসর নেওয়া উচিত।
তাঁর অবসর প্রসঙ্গে রামিজ রাজার এমন মন্তব্য ভালোভাবে নেননি হাফিজ। ক্রিকেট পাকিস্তানকে হাফিজ বলেন, ‘খেলোয়াড় হিসেবে পাক ক্রিকেটে রামিজ রাজার অবদান অস্বীকার করছি না। আমি ওর মতামতকে সম্মান করি। তবে ওর ক্রিকেট সম্পর্কে ধারণা নিয়ে আমার সংশয় রয়েছে। যদি আমার ১২ বছরের ছেলের সঙ্গে আলোচনা করেন, দেখবেন সেও রামিজ ভাইয়ের থেকে ক্রিকেটটা ভালো বোঝে।’
হাফিজ আরও বলেন, ‘যদি রামিজ ভাই নিজের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এমন মন্তব্য করতে থাকেন, তবে আমার কিছু বলার নেই। আমি ততদিন পাকিস্তানের হয়ে খেলে যাব, যতদিন আমি ফিট থাকব এবং দলের হয়ে পারফর্ম করতে পারব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।