ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়াটা যেন যশস্বী জয়সওয়ালের কাছে একটা স্বপ্নপূরণ। তাঁর আন্তর্জাতিক অভিষেক প্রায় নিশ্চিত। এই মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা ভারতীয় দলের রিজার্ভ দলে ডার পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু মূল দলে ছিলেন না।
এ বার অবশ্য চেতেশ্বর পূজারাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এবং আশা করা হচ্ছে যে, গত এক বছরে ঘরোয়া ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালো পারফরম্যান্স করার সুবাদে পূজারার জায়গায় খেলবেন যশস্বী জয়সওয়ালই। তিনি দলে সুযোগ পাওয়ার পরে জানিয়েছেন যে, কয়েক দিন পরেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন তিনি। আর সেখানেই শুরু হবে ক্যারিবিয়ান সফরে যাওয়ার প্রস্তুতি।
আরও পড়ুন: ৪-৫ জন ভালো বন্ধুই যথেষ্ট- অশ্বিনের ‘দলের সতীর্থরা সহকর্মী’ মন্তব্যে কটাক্ষ শাস্ত্রীর
পিটিআই-কে যশস্বী জয়সওয়াল বলেছেন, ‘বাবা খবরটা শুনে কাঁদতে শুরু করেছিল। মায়ের সঙ্গে তো এখনও দেখাই হয়নি। কিছু দিনের মধ্যেই আমরা মায়ের সঙ্গে দেখা করতে যাব।’ তিনি জানতে যে সুযোগ আসবেই। তবে যতক্ষণ না খবর পেয়েছেন, তিনি বেশ টেনশনে ছিলেন। এ কথা নিজেই স্বীকার করেছেন যশস্বী। বলেছেনও, ‘আমি একটু নার্ভাস ছিলাম। যতক্ষণ না জেনেছি আমার নাম দলে রয়েছে। এখন খুব ভালো লাগছে।’
আরও পড়ুন: পূজারা বাদ, কোহলি কেন নয়, এবার সাফাই এল BCCI সূত্র থেকে
তিনি আরও যোগ করেছেন, ‘আমার প্রস্তুতি ভালো ছিল। সিনিয়র প্লেয়ারদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। কথাবার্তাও হয়। সকলেই পরামর্শ দিয়েছে, নিজের কাজে ফোকাস করতে। আমি তাদের কাছ থেকে শিখেছি যে, শেষ পর্যন্ত নিজেকে কী ভাবে এগিয়ে নিয়ে পারব, সেটাই আসল।’
জয়সওয়াল বলেছিলেন যে, ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি নিজের পছন্দে ব্যাটিং পজিশন নিয়ে ভাবছেনই না। তিনি বলেছেন, ‘আমি জানি না, আমাকে কত নম্বরে ব্যাট করতে হবে। যেখানেই ব্যাট করি না কেন, ভালো পারফরম্যান্স করতে হবে। দেখা যাক আমি সেটা কতটা ভালো করতে পারি। আমি বিষয়টি নিয়ে খুব উত্তেজিত। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, আমি সেটাই ভালো ভাবে পালন করব। ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছি।।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।