বাংলা নিউজ > ময়দান > ভবিষ্যৎ নিয়ে বড়সড় ইঙ্গিত, কোন মাঠে কেরিয়ারের শেষ T20 ম্যাচ খেলে থামতে চান ধোনি, জানিয়ে দিলেন নিজেই

ভবিষ্যৎ নিয়ে বড়সড় ইঙ্গিত, কোন মাঠে কেরিয়ারের শেষ T20 ম্যাচ খেলে থামতে চান ধোনি, জানিয়ে দিলেন নিজেই

সিএসকের অনুষ্ঠানে মহেন্দ্র সিং ধোনি। ছবি- টুইটার (সিএসকে)।

চেন্নাই সুপার কিংসের অনুষ্ঠানে মহেন্দ্র সিং ধোনি ইঙ্গিত দেন, তাঁকে ফের হলুদ জার্সিতে মাঠে নামতে দেখা যাবে কিনা।

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন কোনও ফেয়ারওয়েল ম্যাচ ছাড়াই। মহেন্দ্র সিং ধোনি নিজের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ম্যাঞ্চেস্টারে। তবে ভারতের মাটিতে ধোনি জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামেন রাঁচিতে। এবার চেন্নাই অধিনায়ক জানালেন, তিনি কেরিয়ারের শেষ টি-২০ খেলতে চান কোন মাঠে।

এবছর আইপিএল জয়ের উত্সব হিসেবেই চেন্নাইয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সিএসকে। দ্য চ্যাম্পিয়ন্স কল নামে চেন্নাইয়ের সেই অনুষ্ঠানে ধোনি জানালেন, পরের বছর হোক বা পাঁচ বছর বছরের মধ্যে, তিনি কেরিয়ারের শেষ টি-২০ ম্যাচ খেলতে চান চিপকে।

ধোনি বলেন, ‘আমি ক্রিকেট নিয়ে সর্বদা পরিকল্পনা করে এগিয়েছি। ওয়ান ডে ক্রিকেটে আমার শেষ হোম ম্যাচ ছিল রাঁচিতে। আশা করি আমি শেষ টি-২০ ম্যাচ খেলতে পারব চেন্নাইয়ে। হতে পারে সেটা পরের বছরে অথবা পরের পাঁচ বছরের মধ্যে।’

ধোনি নিজের এমন দাবির মধ্য দিয়েই কার্যত সমর্থকদের আশ্বস্ত করলেন যে, পরের বছরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে তিনি মাঠে ফিরতে চলেছেন।

ধোনি অনুষ্ঠানে চেন্নাইয়ের সমর্থকদের বিশেষ প্রশংসা করেন। তিনি বলেন, ‘যতবার চিপকে খেলতে নেমেছি, দর্শকরা মাঠে এসে ভালো ক্রিকেটকে সমর্থন করেছেন। বহুবার সমর্থকদের মধ্যে এমন মনোভাব লক্ষ্য করেছি, আপনারা চান আপনাদের দল ভালো খেলুক। তবে আপনারা কখনই চান না যে, অন্য দল খারাপ খেলুক।’

বন্ধ করুন