লড়াই করেও শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিতে হারতে হয়েছে লক্ষ্য সেনকে। মূলত অভিজ্ঞতার অভাবের কারণেই পিছিয়ে পড়েছিলেন তিনি। ২৮ বছরের কিদম্বি শ্রীকান্তের কাছে তাই ১-২ হারতে হয়েছে ২০ বছরের লক্ষ্য। যার নিট ফল শেষ চারের যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও ফাইনালে ওঠা হয়নি তাঁর।
ফাইনালে উঠতে না পারলেও কিন্তু তিনি রেকর্ড গড়ে ফেলেছেন। টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেই শ্রীকান্ত এবং লক্ষ্য স্পর্শ করে ফেলেন প্রকাশ পাড়ুকোন এবং সাই প্রণীতের রেকর্ড। ১৯৮৩ সালে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন প্রকাশ পাড়ুকোন। এর ৩৬ বছর পর ২০১৯ সালে ফের কোনও ভারতীয় হিসেবে বিশ্ব মিট থেকে সাই প্রণীত ব্রোঞ্জ উপহার দিয়েছিলেন দেশকে। এর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পোঁছেই শ্রীকান্ত এবং লক্ষ্য স্পর্শ করেন প্রকাশ এবং প্রণীতকে।
যে কারণে ফাইনালে উঠতে না পারার আফসোস থাকলেও, চূড়ান্ত হতাশ নন লক্ষ্য। তিনি ম্যাচের পর বলেছেন, ‘আমার মা আমার এই সাফল্যেই গর্বিত।’ তবে লক্ষ্যের মা চান, ছেলে খেলা থেকে কিছু দিনের বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান। লক্ষ্য তাই বলছিলেন, ‘আসলে মা চান, আমি যেন খেলা থেকে একটু বিরতি নিয়ে বাড়ির সঙ্গে সময় কাটাই। আমি টানা অনেকগুলো টুর্নামেন্টে খেলেছি। তাই মা চান, আমি যেন বাড়ি ফিরে একটু ওঁদের সঙ্গে সময় কাটাই আর বিশ্রাম করি।’
সেমিফাইনালে প্রথম গেমে একটা সময়ে শ্রীকান্ত ৬-৪ পয়েন্টে এগিয়ে যাওয়ার পর লক্ষ্য ৬-৬ করেন। তারপর ৮-৮ হয়। এর পর লক্ষ্য এগিয়ে যান ১৩-১০ পয়েন্টে। সেখান থেকে ১৬-১৬ করেন শ্রীকান্ত। কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে ২১-১৭-তে প্রথম গেম জিতে নেন লক্ষ্য।
দ্বিতীয় গেমে আবার মাঝখান থেকে ম্যাচে ফেরেন শ্রীকান্ত। প্রথম গেম জেতার আত্মবিশ্বাস ধরে রেখে লক্ষ্য প্রথমে ৫-৩, তারপর ৮-৪-এ এগিয়ে যান। এরপর দু’টি পয়েন্ট জিতে ব্যবধান কমিয়ে ৬-৮ করেন শ্রীকান্ত। আসলে শ্রীকান্তের অভিজ্ঞতার কাছেই কিছুটা পিছিয়ে পড়েন লক্ষ্য। শ্রীকান্ত ব্যবধান বাড়িয়ে ১৬-১২ পয়েন্টে লিড নেন। লক্ষ্য পরপর দু’টি পয়েন্ট জিতে ব্যবধান কমিয়ে ১৪-১৬ করেন। কিন্তু পরপর পাঁচ পয়েন্ট জেতেন শ্রীকান্ত। ২১-১৪ দ্বিতীয় গেম জিতে নেন তিনি।
তৃতীয় গেমে লক্ষ্যের আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরে। যে কারণে শুরুতেই ২-৪-এ পিছিয়ে পড়েন তিনি। কিন্তু এর পরেই ঘুরে দাঁড়ান লশ্র্য। একটা সময়ে ১১-৮-এ লিড নেন তিনি। কিন্তু শ্রীকান্তের অভিজ্ঞতাই ফের পিছনে ফেলে দেয় লক্ষ্যকে। যার ফল ২১-১৭-তে তৃতীয় গেম জিতে ফাইনালে পৌঁছে যান শ্রীকান্ত। লক্ষ্য সেন ম্যাচটি হেরে গেলেও, তাঁর লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।