আপনি যখন সিঁড়ি দিয়ে উপরের দিকে ওঠেন তখন একটা সময় আসে যখন আপনাকে একটু নামতেও হতে পারে বা দাঁড়িয়েও পড়তে হতে পারে। সেটাই আমার সঙ্গে হয়েছে। মাদ্রিদ ওপেনে থেকে বিদায় নেওয়ার পরে নিজের হারকে এবাবেই ব্যাখ্যা করলেন রাফায়েল নাদাল। মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পরে প্রথম মুখ খুললেন ক্লে কোর্টের সম্রাট রাফায়েল নাদাল।
মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনাল জার্মানির টেনিস তারকা আলেকজান্ডার জাভেরেভের কাছে হেরে গেলেন রাফায়েল নাদাল। এদিন তিনি স্ট্রেট সেটে হারেন জাভেরেভের কাছে। খেলার ফল হয়েছিল ৪-৬, ৪-৬। এর আগেও জাভেরেভের কাছে তিনবার হেরেছিলেন নাদাল। তবে ক্লে কোর্টে এই প্রথমবার তাঁর কাছে হারলেন বিশ্বের দু’নম্বর টেনিস তারকা নাদাল।
এদিন হারের পরে নাদাল জানান, ‘এই সপ্তাহে আমার সঙ্গে অনেক ভাল কিছু হয়েছে। একটা ম্যাচ খারাপ খেলা ছাড়া, আমি অনেক ভাল কিছু নিয়েই মাদ্রিদ ওপেন থেকে বিদায় নিচ্ছি।’ তিনি আরও জানান, ‘রোঁলা গারোরতে নামার আগে আমার লক্ষ্য একটাই থাকবে রোম গিয়ে জেতা। ব্যস আর কিছু নয়।’
নাদাল জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের বিরুদ্ধে এই রকম পরিস্থিতি ও কোর্টের এই রকম গতির মধ্যে খেলা খুবই সমস্যার ছিল। আর সেকারণেই তিনি হেরেছেন। নাদাল এদিন স্বীকার করে নেন যে এই হারটা তাঁর কাছে একটু পিছিয়ে যাওয়া। তবে তিনি যে একান থেকে আবারও ঘুরে দাঁড়াবেন সেটা জানিয়ে দেন। নাদাল জানান, ‘আমি আমার স্টেপ গুলোকে এগিয়ে নিয়েছিলাম, কিন্তু আপনি যখন সিঁড়ি দিয়ে উপরে ওঠেন তখন এমন সময় আসে যখন আপনাকে আপনার স্টেপ পিছিয়ে নিতে হয়, আজকের দিনে সেটাই হয়েছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।