শুভব্রত মুখার্জি: গোটা ২০২১ মরশুমে চোটের কারণে সেভাবে খেলতেই কিংবদন্তি রাফায়েল নাদাল। ২০২২ মরশুমে চলতি অস্ট্রেলিয়ান ওপেনে অবশ্য শুরু থেকেই ভাল ফর্মে রয়েছেন তিনি। জকোভিচ এবং ফেডেরারের অনুপস্থিতিতে নাদালের লক্ষ্য অবশ্যই তার ক্যারিয়ারের ২১ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে অপর দুই কিংবদন্তিকে পিছনে ফেলা। সেই লক্ষ্যেই আপাতত অগ্রসর তিনি। রবিবাসরীয় সকালে মান্নারিনোর বিরুদ্ধে এক 'এপিক' টাইব্রেকার জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করলেন নাদাল।
৩০ মিনিট ধরে চলা টাইব্রেকারে মান্নারিনোর বিরুদ্ধে জিতে তিন সেটের লড়াইতে এক শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে নিলেন নাদাল। টাইব্রেকারের ফল ১৬-১৪। ম্যাচের ফল নাদালের পক্ষে ৭-৬(১৬-১৪),৬-২,৬-২। প্রথম সেটে ২০০৯ সালের প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন চারটি সেট পয়েন্ট বাচানোর পরে সেটটি জিততে সমর্থ হন। ম্যাচ শেষে নাদাল জানিয়েছেন প্রথম সেটটা আমার জন্য খুব ইমোশনাল ছিল।
প্রথম সেটে নাদাল ১৭ টি উইনার মারেন। তাকে কড়া টক্কর দেন ফরাসি ক্রীড়াবিদ মান্নারিনো। তিনি ১৯টি উইনার মারেন। বেসলাইন থেকে নাদালের বিরুদ্ধে একের পর এক ফোরহ্যান্ড আ্যাটাক শানাতে থাকেন ফরাসি টেনিস খেলোয়াড়। ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকেন অজি ওপেনের সমর্থকরা। তবে ম্যাচ যত গড়াতে থাকে ততই দুই তারকা ফিটনেসের পার্থক্য সামনে আসতে থাকে। মান্নারিনোর ক্লান্তি সুস্পষ্ট হয়ে ওঠে। ফলে প্রথম সেটে এক ঘণ্টা ২১ মিনিট ধরে নাদালকে কড়া লড়াই দেওয়ার পরে দ্বিতীয় এবং তৃতীয় সেটে সেভাবে কোনও প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়ে নাদালের কাছে ম্যাচ হারতে হয় মান্নারিনোকে।