নদিয়ার ধুবুলিয়া গ্রাম। এই গ্রামের এক দরিদ্র পরিবারের সোনার মেয়ে রেজওয়ানা মল্লিক হেনা। বাড়ির অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। বাবা একটি স্কুলের পার্শ্ব শিক্ষক। মেয়ের খেলার খরচ জোগাতে অতিরিক্ত কাজ করেন। অনেক বাধা বিপত্তির পরও এগিয়ে গিয়েছেন তিনি। এইসব কোনও প্রতিকূলতাই আটকাতে পারেনি তাঁকে। শুক্রবার উজবেকিস্তানের তাসখন্দে এশিয়ার যুব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার বিভাগে সোনা ছিনিয়ে এনেছেন তিনি। ৪০০ মিটার শেষ করেছেন মাত্র ৫২.৯৮ সেকেন্ডে। এখানেই থামেননি হেনা। ভেঙে দিয়েছেন দীর্ঘ আট বছরের পুরনো মিট রেকর্ড। এই রেকর্ড এতদিন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সালওয়া ইদ নাসের দখলে ছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন বাংলার এই তরুণী।
নদিয়ার ধুবুলিয়া থেকে উজবেকিস্তানের তাসখন্দের এই রাস্তা খুব একটা সহজ ছিল না। সেই পথে পেয়েছেন অনেক বাধা। আর সেই বাধা কাটিয়ে আজ তিনি ভারতের সবচেয়ে দ্রুততম মহিলা অ্যাথলেটিক্স। একই সঙ্গে তিনি অবশ্যই অনূর্ধ্ব-১৮ মহিলা বিভাগে দ্রুততম দৌড়বিদ নদিয়ার হেনাই। আন্তর্জাতিক রেকর্ড ভাঙার পাশাপাশি এশিয়াডে প্রাক্তন রুপোজয়ী জিসনা ম্যাথুরও রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
পঞ্চম ইউথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ উজবেকিস্তানে একের পর এক বিভাগে পদক নিয়ে এসেছেন রেজওয়ানা। একক ভাবে তিনি এনেছেন ৪০০ মিটারে সোনা। একক ভাবে জিতেছেন ২০০ মিটারে রূপো। মিক্সড রিলে সোনা জিতেছেন তিনি। কিছুদিন আগেই অসমে অনুষ্ঠিত জুনিয়র ন্যাশনাল অনূর্ধ্ব-১৬ মেয়েদের ৩০০ মিটার প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড করেন। ৩৮.৫৭ সেকেন্ড নিয়ে সেখান থেকেও স্বর্ণপদক নিয়ে আসেন। কেরলে অনুষ্ঠিত ওপেন ন্যাশনালে অনূর্ধ্ব-১৬ মেয়েদের বিভাগে ৪০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড তৈরি করে সোনার পদক নিয়ে আসেন তিনি।
ইউথ ন্যাশনালে ৪০০ মিটার দৌড়ে ৫৩.৪৪ সেকেন্ড নিয়ে রেকর্ড গড়ে স্বর্ণপদক লাভ করেন। পাশাপাশি ২০০ মিটার হিটে ২৪.২২ সেকেন্ডে রেকর্ড করেন। এছাড়াও ফাইনালে ২৪.৬১ সেকেন্ডে নিয়ে রূপো লাভ করে। তবে এখানেই থামতে চান না হেনা। এশিয়াডে অনূর্ধ্ব-১৮ তে রেকর্ড তৈরি করতে চান তিনি। মেয়ের এই রেকর্ডে খুশি তাঁর পরিবারও।এও জানা গিয়েছে হেনার বাবা জাতীয় পর্যায়ের কবাডি প্লেয়ার। শুধু তাই নয়, তাঁর কাকাও আনজার আলী সোনাজয়ী কবাডি প্লেয়ার। ছোট বেলা থেকেই এমন পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়েছেন হেনা। বাবা-কাকাদের থেকে আত্মবিশ্বাস পেয়েছেন বলেই মনে করছে পরিবারের অন্যরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।