সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামকে ৭ উইকেটে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল সিলেট। ৯ ম্যাচে ৭ জয়ে মাশরাফির দলের পয়েন্ট ১৪। এক ম্যাচ কম খেলে শাকিব আল হাসানের ফরচুন বরিশাল ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
রান তাড়ায় দুর্দান্ত ছিলেন শান্ত। সিলেটের ওপেনার শুরু থেকেই ছিলেন আগ্রাসী। ৪৪ বলে ৬০ রান করে আউট হন দলের রান একশো পার করে। অপর ওপেনার তৌহিদ হৃদয় ১৮ বলে করেন ১৫ রান।
শান্তর ইনিংসের পর খুব একটা স্বস্তিতে ছিল না সিলেট। মুশফিকুর রহিম ও রায়ান বার্ল দ্রুত রান তুলে সহজ করে দেন সব। বার্ল ১৬ বলে ৪১ রানের টর্নেডো ইনিংস খেলে আউট হন। ২৬ বলে ৪১ রানে অপরাজিত থাকেন মুশফিক। শেষে জাকির হাসান ৫ বলে ১৩ রান তুললে ১৮ ওভারে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় টিম স্ট্রাইকার্স
বার্ল ও মুশফিক তৃতীয় উইকেট জুটিতে মাত্র ২১ বলে যোগ করেন ৪৮ রান। লেগ স্পিনার বিজয়কান্ত দুটি ও বাঁহাতি স্পিনার নিহাদউজ্জামান নেন একটি উইকেট।
টস জিতে ব্যাট করতে নেমে মেহেদি মারুফ (৫২) ও অধিনায়ক শুভাগত হোম চৌধুরীর (অপরাজিত ৫৪) হাফ-সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৭৪ রান তোলে চট্টগ্রাম। শততম বিপিএল ম্যাচে ইনিংসের প্রথম বলেই উইকেট নেন মাশরাফি। ফেরান উসমান খানকে।
আরও পড়ুন:- WPL 2023: আমদাবাদের মেন্টর মিতালি, মেয়েদের আইপিএলে দিল্লির ‘কোচ’ হওয়ার প্রস্তাব ঝুলনকে
পরে অবশ্য আর উইকেট পাননি মাশরাফি। ইমদ ওয়াসিম দু'টি ও মহম্মদ আমির নেন একটি উইকেট।
(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।