নেপাল, নামিবিয়া এবং স্কটল্যান্ডের মধ্যে চলছে পুরোদমে ত্রিদেশীয় ওডিআই ম্যাচের দীর্ঘ সিরিজ। তবে নেপাল-নামিবিয়া ম্যাচে একটি অতি আশ্চর্য ঘটনা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। প্লেয়ারদের একেবারে চোটের ধুম পড়ে গিয়েছে। যে কারণে নামিবিয়ার হেড কোচ এবং সহকারী কোচকে বাধ্য হয়েই ফিল্ডিং করতে নামতে হয়েছে। অনেকটা পাড়ার খেলার মতোই।
আরও পড়ুন: ব্যাট আগে না প্যাড- কোহলির আউট বিতর্কে উত্তাল নেটপাড়া, রেগে লাল বিরাটও- ভিডিয়ো
আইসিসি পুরুষদের ওডিআই বিশ্বকাপের সুপার লিগ পর্ব খেলছে নেপাল, নামিবিয়া এবং স্কটল্যান্ড। সেই ম্যাচেই বেহাল অবস্থা নামিবিয়ার। শেষ পর্যন্ত কোচেরাই ফিল্ডিং করে পরিস্থিতি সামাল দেন। নেপালেই চলছে এই সিরিজ। নেপাল সফরে যাওয়া নামিবিয়ান দলের চার জন খেলোয়াড় ম্যাচ চলাকালীন বাজে ভাবে চোট পান। যে কারণে তাঁরা আর খেলতে পারেননি। এর পর দলের প্রধান কোচ এবং সহকারী কোচকে ফিল্ডিং করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: এটাও সম্ভব! চিলের মতোন ছোঁ মেরে ক্যাচ ধরলেন হ্যান্ডসকম্ব,দেখে হাঁ শ্রেয়স- ভিডিয়ো
এই ম্যাচে টস জিতে নেপাল বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং নামিবিয়াকে ব্যাট করতে পাঠায় তারা। ব্যাটিং করার সময় নেপালি বোলারদের বলে নামিবিয়া দলের চার জন প্লেয়ার চোট পান। এতে ফিল্ডিংয়ের সময়ে প্লেয়ার কম পড়ে যায়। যে কারণে দলের প্রধান কোচ জোহান রুডলফ এবং সহকারী কোচ অ্যালবি মর্কেল মাঠে নামেন দলের হয়ে ফিল্ডিং করা জন্য।
নামিবিয়াকে ৩ উইকেটে হারিয়েছে নেপাল
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-টু-র ম্যাচটি নেপালের কীর্তিপুরে খেলা হয়। এই ম্যাচ নেপালের দল টস জিতে নামিবিয়াকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান করে নামিবিয়া। উইকেটরক্ষক ব্যাটসম্যান জেন গ্রিন অপরাজিত ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। এ ছাড়া পিকি ইয়া ফ্রান্স ৪৯ রান করেন। লো হ্যান্ড্রে লরেন্স করেন ৪১ রান। নেপালের সন্দীপ লামিছানে নেন ৩ উইকেট।
২৭৫ রান তাড়া করতে নেমে দুই ওভার এবং তিন বল বাকি থাকতেই ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় নেপাল টিম। দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান আসিফ শেখ ৮১ রান করেন এবং নেপালের হয়ে জ্ঞানেন্দ্র মালা করেন ৬৫ রান। এ ছাড়া কুশল মালা করে ৬২ রান। ৩৯ করেন অধিনায়ক রোহিত পাওদেল। নামিবিয়ার রুবেন ট্রাম্পম্যান নেন ৩ উইকেট। ২ উইকেট নেন বার্নার্ড শুল্টজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।