রান বাঁচানো, দুর্দান্ত ক্যাচ - বিশ্বকাপের শুরুতেই নেটপাড়ার মন জিতে নিল নামিবিয়ার অবিশ্বাস্য ফিল্ডিং। বিশেষজ্ঞ থেকে ক্রিকেটের ভক্ত - সকলেই 'লিলিপুট' দেশের খেলোয়াড়দের মজেছেন। তাঁদের বক্তব্য, শ্রীলঙ্কাকে হারিয়ে নামিবিয়া যে অঘটন ঘটিয়েছে, সেটার নেপথ্যে আছে দুর্দান্ত ফিল্ডিংও।
রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফিল্ডিংয়ে যেন কোনও ভুলই করছিল না নামিবিয়া। যে উইকেটের পর শ্রীলঙ্কার হার কার্যত নিশ্চিত হয়ে যায়, সেই উইকেটের নেপথ্যেও আছে দুর্দান্ত ক্যাচ। ১৪ তম ওভারের শেষ বলে সামনে ঝাঁপিয়ে পড়ে দাসুন শানাকার ক্যাচ নেন জেন গ্রিন। ওয়ানিন্দা হাসারাঙ্গার ক্যাচটাও দেখার মতো ছিল। রান-আউটটাও ভালো ছিল। পাশাপাশি সহজ ক্যাচগুলি ধরতে কোনও ভুল করেননি নামিবিয়ার খেলোয়াড়রা। যা ফস্কানোর কারণে অনেক সময় ম্যাচের ভাগ্যই পুরোপুরি পালটে যায়।
নামিবিয়ার সেই ফিল্ডিংয়ে মুগ্ধ হয়েছেন ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে। ম্যাচের মধ্যেই টুইটারে ভোগলে লেখেন, ‘(টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই) বড়সড় অঘটনের মুখে দাঁড়িয়ে আমরা। নামিবিয়া অসামান্য খেলছে। নামিবিয়া এমন ফিল্ডিং করছে যেন মনে হচ্ছে ওরাঁ স্টেডিয়ামের রাজা।’ অনেকের মতে, নামিবিয়ার জার্সিতে যে ঈগলের ছবি দেওয়া আছে, আজ সত্যিই সেই ঈগল হয়ে উঠেছিলেন গ্রিনরা।
একইসুরে এক নেটিজেন বলেন, 'নামিবিয়ার ফিল্ডিংয়ে আমি সত্যিই অভিভূত। ওদের দেখে একদম অসাধারণ দল মনে হচ্ছে।' অপর একজন বলেন, 'আমায় নামিবিয়ার সমর্থক হিসেবে বিবেচনা করতে পারেন। বিশেষত ওদের ফিল্ডিংয়ের জন্য সেটা করতে পারেন।' এক পাকিস্তানি নেটিজেন আবার বলেন, 'পাকিস্তানের থেকে নামিবিয়াার ফিল্ডিং ঢের ভালো। এটা সত্যি কথা।' অপর একজন বলেন, 'দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য নামিবিয়াকে সেলাম। ওরা দারুণ ফিল্ডিং করেছে। দারুণ ক্যাচ নিয়েছে। কয়েকটি প্রথমসারির দলও ওদের থেকে শিক্ষা নিতে পারে।' একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘নামিবিয়ার ফিল্ডিং থেকে বিসিসিআইয়ের একটি-দুটি বিষয় শেখা উচিত।’
আরও পড়ুন: T20 WC-র প্রথম দিনেই বড় অঘটন, এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাকে হারাল অখ্যাত নামিবিয়া
নামিবিয়া বনাম শ্রীলঙ্কা ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান তোলে নামিবিয়া। জবাবে ১০৮ রানেই অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৫৫ রানে জিতে যায় নামিবিয়া। তাৎপর্যপূর্ণভাবে রবিবার শ্রীলঙ্কার ন'জনই নামিবিয়ার ফিল্ডারদের হাতে ধরা পড়েন। একটা রান-আউট হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।