কলম্বোতে শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের ম্যাচে দেখা গেল বিস্ময়কর এক দৃশ্য। পাকিস্তানের তারকা বোলার নাসিম শাহ এক ওভারে তিনটি উইকেটের সুযোগ পেলেও দুর্ভাগ্যবশত একবারেও সফল হননি তিনি। অর্থাৎ সেই তিনবারে একবারও উইকেট নিতে পারেননি নাসিম শাহ। এই দৃশ্যটি ম্যাচের ৬২তম ওভারে দেখা গিয়েছিল। এই ওভারের দ্বিতীয় বলটি নাসিম বল করার সময় সেটি ব্যাটসম্যান রমেশ মেন্ডিসের পায়ে লাগে। এমন পরিস্থিতিতে নাসিম আপিল করলে আম্পায়ার তা নাকচ করে দেন। এর পরে, পাকিস্তান দল একটি পর্যালোচনার জন্য আবেদন করেন, যেখানে বল ট্র্যাকিং-এ দেখা যায় যে এটি লেগ স্টাম্পকে মিস করছিল। এমন পরিস্থিতিতে পাকিস্তান তাদের রিভিউ হারায়।
এবার ওভারের তৃতীয় বলের পালা। নাসিমের বল আবারও সুইং করে রমেশ মেন্ডিসের হাঁটুতে লেগে যায়। নাসিম সঙ্গে সঙ্গে আপিল করলে আম্পায়ার সেটিকে আউট দিয়ে দেন। তবে এবার রমেশ মেন্ডিস যখন রিভিউ নেন তখন দেখা যায় বলটি স্টাম্পের খুব কাছ থেকে চলে যাচ্ছে, কিন্তু উইকেটে আঘাটত করছে না। এমন অবস্থায় আরও একবার রক্ষা পেয়ে যান রমেশ মেন্ডিস। এবার এই ওভারের চতুর্থ বলটি নাসিম বোল করার সঙ্গে সঙ্গে তা আবারও রমেশ মেন্ডিসের হাঁটুতে আঘাত করে। এবারও আপিল ছিল এবং আম্পায়ার আউট দিতে একটুও দেরি করেননি। মেন্ডিসও এই বিষয়ে রিভিউ নিতে দেরি করেননি। সঙ্গে সঙ্গে তিনি রিভিউ নিয়ে নেন এবং এর ফলাফল কী হয়েছে জানেন? রমেশ মেন্ডিস আবারও নট আউট হয়ে যান অর্থাৎ আবারও রমেশ মেন্ডিস রক্ষা পান। বল ট্র্যাকিং থেকে জানা যায় যে বলটি স্টাম্প মিস করছিল।
তিন বলে তিনবার আবেদন আর তিনবার উইকেট রক্ষার এমন দৃশ্য ক্রিকেটের মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তিনবারই ডিআরএস নেওয়া হল, তিনবারেই এর ফল ব্যাটারের পক্ষে যাওয়ায় হতাশ হয়ে যান নাসিম শাহ। অন্যদিকে রমেশ মেন্ডিসকে অনেকেই ভাগ্যবান বলছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে পাকিস্তান দলের ফাস্ট বোলার নাসিম শাহ এক ওভারে তিনবার ব্যর্থ হলেও তিনি উইকেট নিতে সফল হয়েছিলেন। শেষ পর্যন্ত ৬ বলে তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠান নাসিম শাহ। এই ম্যাচে পাকিস্তান দল বড় ব্যবধানে জিতেছে। শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানে হারিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের হয়ে নাসিম শাহ ৩ উইকেট নিয়ে নিজের ৫০ উইকেট পূর্ণ করেছেন। প্রথমবারের মতো টেস্টে ৬ উইকেট নেন নাসিম। প্রবথ জয়সূর্য, অসিথা ফার্নান্ডো ও দিলশান মদুশঙ্কাকে বোল্ড করেন নাসিম। শ্রীলঙ্কার প্রথম ইনিংসেও তিনি নিয়েছিলেন ৩ উইকেট। এর আগে টেস্ট ম্যাচে কখনও ছয় উইকেট পাননি নাসিম। সিরিজের প্রথম টেস্টে নিয়েছিলেন ৩ উইকেট। তিনি তাঁর ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ২৮ ইনিংসে মোট ৫১টি উইকেট নিয়েছেন। টেস্টে ৬/৮৫ তাঁর সেরা পারফরম্যান্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।