বাংলা নিউজ > ময়দান > Delhi Rape Case: জাতীয় স্তরের কবাডি প্লেয়ারকে ধর্ষণের অভিযোগ কোচের বিরুদ্ধে

Delhi Rape Case: জাতীয় স্তরের কবাডি প্লেয়ারকে ধর্ষণের অভিযোগ কোচের বিরুদ্ধে

জাতীয় মহিলা কবাডি দলের সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠল কোচের বিরুদ্ধে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

জাতীয় কবাডি দলের এক সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠল কোচের বিরুদ্ধে। গত সপ্তাহে বাবা হরিদাস নগর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ফের কলঙ্ক দেখা দিন। জাতীয় কবাডি দলের এক সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠল কোচের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই মহিলা খেলোয়াড়ের ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখানো হত বলে অভিযোগ করেছেন তিনি।

২৭ বছর বয়সী ওই মহিলা ভারতের কবাডি দলের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ সালে পশ্চিম দিল্লির মুন্ডকার কাছে হিরণ কুদনায় একটি কাবাডি প্রতিযোগিতার জন্য ওই মহিলা প্রশিক্ষণ নিতে যান। সেখানে প্রশিক্ষণ নেওয়ার সময়ই অভিযুক্ত কোচ যোগেন্দরের সংস্পর্শে আসেন তিনি। সেই নির্যাতিতা অভিযোগ করেছেন, ২০১৫ সালে অভিযুক্ত তাঁকে ধর্ষণ করেন। ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় তাঁকে।

তবে এতদিন কোনও অভিযোগ না করলেও গত সপ্তাহে বাবা হরিদাস নগর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এই প্রসঙ্গে সেই থানার একজন সিনিয়র পুলিশ কর্তা বলেন, ‘ওই খেলোয়াড় গত সপ্তাহে দিল্লির বাবা হরিদাস নগর থানায় অভিযোগ দায়ের করার পরে পুলিশ তদন্ত শুরু করেছে। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী আদালতে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্তা বলেন, ‘২০১৮ সালে ওই মহিলা খেলোয়াড় জাতীয় প্রতিযোগিতা জিতলে তাঁর পুরস্কার বাবদ পাওয়া অর্থের অংশ চায় অভিযুক্ত। সেই স্বরূপ ওই মহিলা একটি ব্যাংক অ্যাকাউন্টে সাড়ে ৪৩ লক্ষ টাকা পাঠিয়েও দেন। এরপর ২০২১ সালে নির্যাতিতার বিয়ে হয়, তখন অভিযুক্ত নির্যাতিতার ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ফাঁস করার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করা শুরু করে।’ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং ৫০৬ (ভয় দেখানো) ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।'

ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে ভারতীয় ক্রীড়া মহলে। নির্যাতিতা এতদিন পরে কেন অভিযোগ করছেন তারও প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে দল গঠন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত ধরা পরেনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন