শেষ হয়েছে আইপিএল ২০২২। যদিও রেশ কাটেনি এখনও। এরই মধ্যে ব্যাট-বলের উত্তেজক লড়াই দেখা যাচ্ছে টি-২০ ব্লাস্টে। ইংল্যান্ডের টি-২০ টুর্নামেন্টের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের নজর আটকাল ডমিনিকার ১০ ওভারের ক্রিকেটে।
নেচার আইল টি-১০ টুর্নামেন্টে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন ইন্ডিয়ান রিভার রোয়ার্সের স্যাভিও অ্যানসেলম। তিনি পরপর তিন বলে ফেরত পাঠান ভ্যালি হাইকার্সের জন ফ্যাবিয়েন, জেসি মার্সেলিন ও জেমি জেমসকে।
উইন্ডসর পার্কে টস জিতে ভ্যালি হাইকার্সকে শুরুতে ব্যাট করতে পাঠায় ইন্ডিয়ান রিভার রোয়ার্স। ভ্যালি হাইকার্স নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৭৩ রান সংগ্রহ করে। কাইল ক্যাবি ২৪ রান করেন।
৩টি করে উইকেট নেন স্যাভিও ও ভিনসেন্ট লুইস। স্যাভিও ইনিংসের অষ্টম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর তিনটি উইকেট তুলে হ্যাটট্রিক পূর্ণ করেন।
স্যাভিওর এমন দুর্দান্ত হ্যাটট্রিক সত্ত্বেও তাঁর দল রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হার মানে। পালটা ব্যাট করতে নেমে ইন্ডিয়ান রিভার রোয়ার্স ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৭২ রানে আটকে যায়। শের্লন জর্জ ২২ রান করেন। ২টি উইকেট নেন ডেলানি আলেকজান্ডার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।