বাংলা নিউজ > ময়দান > ফিরে আসছে ‘এমার্জিং টিম’, অনুর্ধ্ব ১৬ থেকে পাঁচ ধাপে খেলোয়াড় তৈরির ভাবনা NCA-র

ফিরে আসছে ‘এমার্জিং টিম’, অনুর্ধ্ব ১৬ থেকে পাঁচ ধাপে খেলোয়াড় তৈরির ভাবনা NCA-র

এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ। ছবি- আইপিএল।

বিরাট কোহলিও এক সময় এই ‘এমার্জিং টিম’ পদ্ধতিতেই উঠে এসেছিলেন।

ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়ের পর, ভবিষ্যতের তারকাদের নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই। বিসিসিআই এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) যৌথভাবে পুনরায় ‘এমার্জিং টিম’ ফিরিয়ে আনার চিন্তাভাবনা করছে। অনুর্ধ্ব ১৬ থেকে পাঁচ ধাপে জাতীয় দলের ক্রিকেটার গড়ার পরিকল্পনা বোর্ডের।

অতীতে রাহুল দ্রাবিড় ভারতীয় ‘এ’, এনসিএ এবং অনুর্ধ্ব ১৯ দলের কোচ থাকার সময় ভারতীয় ‘এ’ দলের পাশপাশি নিরন্তর ‘এমার্জিং টিম’ বাছাই করে তাদের সুযোগ দেওয়ার চেষ্টা করতেন। এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্যই হল যাতে বেশি করে তরুণ ক্রিকেটাররা খেলার সুযোগ পান এবং জাতীয় দলে তাদের সমস্যা না হয়। দ্রাবিড় নিজে এই ব্যবস্থার কড়া সমর্থক। বিরাট কোহলিও এক সময় এইভাবেই উঠে এসেছিলেন। তবে করোনার কারণে ২০১৯ এশিয়া কাপের পর ভারতীয় ‘এমার্জিং টিম’ আর খেলার সুযোগ পায়নি। এবার পুনরায় সেই সুযোগ করে দেওয়াই লক্ষ্য বোর্ড এবং এনসিএর।

TOI-কে এক সূত্র জানান, ‘এর পিছনে প্রধান উদ্দেশ্য হল অনুর্ধ্ব ১৯ থেকে কিছু ক্রিকেটারদের বাছাই করা। সকলে তো আর সরাসরি ভারতীয় এ দলে সুযোগ পাবেন না। অনেকেই নিজেদের সিনিয়ার রঞ্জি দলেও সুযোগ পান না। এই খেলোয়াড়দেরই এনসিএ দেখভাল করবে। তার জন্য দরকারে তাদের রঞ্জি দল বদলাতে হয়, তাহলে তাই করতে হবে। এই পরিকাঠামোটা অনুর্ধ্ব ১৬ স্তর থেকে শুরু চালু হবে। অনুর্ধ্ব ১৬, ১৯, এমার্জিং, ভারতীয় এ দল এবং সিনিয়ার দল, এই হল পাঁচ ধাপ।’

ভারতীয় দলের জুনিয়ার এবং সিনিয়ার নির্বাচকদের পাশপাশি রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ মিলে, এই প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করবেন বলে খবর। বিসিসিআই ইতিমধ্যেই ভারতীয় ‘এ’ এবং সিনিয়ার দলের বাইরে আরেকটি ফাস্ট বোলারদের গ্রুপ তৈরির ভাবনাচিন্তা করছে, যাদের তত্ত্বাবধানে থাকবে এনসিএ। বর্তমানে ফাস্ট বোলিং অলরাউন্ডারের চাহিদাও প্রবল। অনেক সময়ই অলরাউন্ডাররা সিনিয়ার দলে ঢোকার জন্য এক বিষয়ে বেশি জোর দিয়ে অন্যদিকটা অগ্রাহ্য করে বলেই দেখা গিয়েছে। ভবিষ্যতে এমনটা যাতে না হয়, সেই বিষয়েও তৎপর বোর্ড।

তাই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ব্যাট এবং বল, দুই বিভাগেই ভাল করা রাজ বাওয়ার মতো ক্রিকেটারদের ওপর বিশেষ নজর রাখবে এনসিএ। ‘বর্তমানে রাজ অঙ্গদ বাওয়া, যে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ব্যাট ও বল, উভয় বিভাগেই ভাল করেছে, ও এনসিএর জন্য একেবারে উপযুক্ত প্রতিভা। ও কেরিয়ারে কী করবে, না করবে সেটার ওপর  নজর রেখে ওর পথ তৈরি করে দিতে পারে এনসিএ।’ জানান উক্ত সূত্র। আপাতত, অনুর্ধ্ব ১৯ ক্রিকেটারদের মধ্যে কেবল যশ ধুল, শেখ রশিদ, রবি কুমার এবং রাজ বাওয়াই পরের সপ্তাহ থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফিতে খেলবেন বলে প্রায় নিশ্চিত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.