ঘাড়ের উপরে প্রায় ৫০০ রানের বোঝা চাপিয়ে দিলে অতি শক্তিশালী দলও রান তাড়া করতে নেমে ভেঙে পড়তে পারে। সেদিক থেকে নিতান্ত দুর্বল নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা যতটা দৃঢ়তা দেখান, তা প্রশংসার যোগ্য। অন্তত একই রকম পরিস্থিতিতে অস্ট্রেলিয়া দল যেভাবে সস্তায় গুটিয়ে গিয়েছিল, তার থেকে ভালো পারফর্ম্যান্স উপহার দেন ডাচরা।
শুক্রবার আমস্টেলভিনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৪ উইকেটে ৪৯৮ রানের পাহাড় প্রমাণ ইনিংস গড়ে তোলে। জয়ের জন্য ৪৯৯ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে পালটা ব্যাট করতে নামা নেদারল্যান্ডস ২৬৬ রানে অল-আউট হয়ে যায়। ইংল্যান্ড ২৩২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে।
উল্লেখযোগ্য বিষয় হল, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বড় রানের দলগত ইনিংস গড়েও সব থেকে বড় ব্যবধানে জয় তুলে নিতে পারেনি ইংল্যান্ড। এটি ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জয়। রানের নিরিখে ব্রিটিশদের সব থেকে বড় জয় রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
ওয়ান ডে ক্রিকেটে ইংল্যান্ডের সব থেকে বড় ব্যবধানে দু'টি ম্যাচ জয়:-
২০১৮ সালে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে ৪৮১ রানের বিরাট ইনিংস গড়ে তোলে ইংল্যান্ড। নেদারল্যান্ডস ম্যাচের আগে সেটিই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সব থেকে বড় দলগত ইনিংসের বিশ্বরেকর্ড ছিল।
সেই ম্যাচে পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২৩৯ রানে অল-আউট হয়ে যায়। ইংল্যান্ড ম্যাচ জেতে ২৪২ রানের ব্যবধানে। সুতরাং, সেই নিরিখে বলাই যায় যে, প্রায় ৫০০ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার থেকে ভালো পালটা লড়াই উপহার দেয় নেদারল্যান্ডস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।