ফাইনালে দুর্দান্ত শতরান করে কার্যত একাই ভারতের হাত থেকে ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে নিয়েছিলেন ফখর জামান। আসন্ন এশিয়া কাপের আগে তাঁকে সামনে রেখেই ফের একবার ভারতের হার্ডল টপকানোর পরিকল্পনা করছে পাকিস্তান। বাবর আজমদের সেই পরিকল্পনা যে নেহাৎ অমূলক নয়, সেটা বুঝিয়ে দিলেন ফখর নিজে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করে পাক ওপেনার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখেলন টিম ইন্ডিয়াকে।
কম যান না ক্যাপ্টেন বাবরও। ধারাবাহিকতা বজায় রেখে পাক দলনায়ক অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন ডাচদের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে। শুধু দুশ্চিন্তায় রাখেলন উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অন্তর্গত সিরিজে প্রথম ম্যাচে বড় রানের ইনিংস গড়তে পারলেন না তিনি।
রটারডামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। ওপেন করতে নেমে ফখর জামান ৬টি বাউন্ডারির সাহায্যে ৬৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি সেঞ্চুরি পূর্ণ করেন ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৫ বলে। শেষেমশ ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৯ বলে ১০৯ রান করে আউট হন ফখর।
আরও পড়ুন:- Former BCCI Secretary Dies: হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই প্রয়াত প্রাক্তন বিসিসিআই সচিব
অন্যদিকে বাবর আজম ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে। যেরকম ব্যাট করছিলেন, তাতে বাবরেরও সেঞ্চুরি কার্যত নিশ্চিত দেখাচ্ছিল। তবে তিনি ব্যক্তিগত ৭৪ রানের মাথায় আউট হয়ে বসেন। ৮৫ বলের ইনিংসে পাক অধিনায়ক ৬টি চার ও ১টি ছক্কা মারেন। মহম্মদ রিজওয়ান ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।