বাংলা নিউজ > ময়দান > 'জীবনে উত্থান-পতন থাকবেই', প্রথম সাক্ষাতেই ‘বেস্টফ্রেন্ড’ হয়ে গেলেন নীরজ ও পন্ত

'জীবনে উত্থান-পতন থাকবেই', প্রথম সাক্ষাতেই ‘বেস্টফ্রেন্ড’ হয়ে গেলেন নীরজ ও পন্ত

নীরজ চোপড়া এবং ঋষভ পন্ত। (ছবি সৌজন্যে নিমিশ জৈন/হিন্দুস্তান টাইমস ব্রাঞ্চ)

শুধু তাই নয়, ফোটোশুটের পর দু'জনে একইসঙ্গে ডিনারে যান। যা আদতে পরিকল্পনা ছিল।

আগে কখনও দেখা হয়নি। প্রথম সাক্ষাতেই একেবারে ‘বেস্টফ্রেন্ড’ হয়ে উঠলেন নীরজ চোপড়া এবং ঋষভ পন্ত। জীবন হোক বা খেলাধুলো - দু'জনের মধ্যে খুঁজে পাওয়া গেল অসংখ্য মিল। দু'জনেই জানালেন, গোড়ার দিকে প্রচুর ব্যর্থতার মুখে পড়তে হলেও সাফল্য আসবেই। সেজন্য ভরসা রাখতে নিজের উপর, নিজের অনুশীলনের উপর।

সম্প্রতি জেডব্লুউ স্পোর্টসের তরফে 'হিন্দুস্তান টাইমস ব্রাঞ্চ'-এর জন্য নীরজ ও পন্তের ফোটোশুটের আয়োজন করা হয়। সেখানেই ভারতের নয়া প্রজন্মের দুই তারকার প্রথমবার দেখা হয়। সেই সময়টুকু এতটাই প্রাণবন্ত হয়ে উঠেছিল, যেন মনে হচ্ছিল, দীর্ঘদিন পর দুই ‘বেস্টফ্রেন্ডের’ দেখা হয়েছে। একেবার বন্ধুত্বপূর্ণ কথোপকথনের মধ্যে দু'জনের মধ্যে যে কতটা মিল আছে, তা স্পষ্ট হয়ে ওঠে। দু'জনে জীবন নিয়ে ভাবনাচিন্তা করেন, তারকা স্বত্বার মধ্যেই দু'জনের মধ্যে যে এখনও ‘ঘরের ছেলে’ মনোভাব লুকিয়ে আছে, তা ফুটে উঠতে থাকে। শুধু তাই নয়, ফোটোশুটের পর দু'জনে একইসঙ্গে ডিনারে যান। যা আদতে পরিকল্পনায় ছিল না।

তারইমধ্যে টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ বলেন, ‘ওর (পন্ত) সঙ্গে কথা বলতে জানতে পারলাম, কীভাবে ও নিজেকে সামলে রেখে চলেছে। ওর কয়েকজন কাছের বন্ধু আছে। সেই বন্ধু, পরিবার এবং ছেলেবেলার কোচেদের কতটা গুরুত্ব দেয় ও।’ সঙ্গে নীরজ যোগ করেন, ‘এটা আমার ক্ষেত্রেও সত্যি। আর আমিও যেভাবে সোনা জিততে চাই, ও নিজের কেরিয়ারে অভাবনীয় সব শিখরে পৌঁছাতে চায়।’

তবে শুধু কেরিয়ারের দিক থেকে নয়, জীবন থেকেও নীরজ এবং ঋষভেরও (#নীরভ বলা যায় কি?) চিন্তাভাবনা মিলে গিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার বলেন, 'আমি সাফল্যের দিকে মনোনিবেশ করি না। বরং ব্যক্তিগতভাবে এবং ক্রিকেটার হিসেবে উন্নতি করার প্রক্রিয়ার উপর জোর দিয়ে থাকি। যখন সবকিছু ঠিকঠাক হয় না, তখন অবলিম্বে ফলাফলের পিছনে না দৌড়ে আপনি যদি সেই (উন্নতি করার) প্রক্রিয়ার উপর জোর দেন, সেটাই হয়ে উঠবে আপনার সবথেকে বড় অনুপ্রেরণা।'

একইভাবে নীরজও অবিলম্বে সাফল্য পাওয়ার পরবর্তীতে অনুশীলনের উপর বেশি জোর দেন। প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ বলেন, ‘আমার কাজ হল শুধু অনুশীলন করে যাওয়া। আমি ভাগ্যবান যে আমার পাশে এমন পরিবার এবং লোকজন আছেন, যাঁরা আমার সাফল্যের অন্যান্য দিকগুলি নিয়ন্ত্রণ করতে পারেন। তাছাড়াও রাতারাতি সাফল্য পাওয়া যায় না। প্রথমদিকে অনেকবার ব্যর্থতার মুখে পড়তে হয়। সফল হওয়ার পরও আপনাকে চোটের বিষয়ে সতর্ক থাকতে হবে। যে কোনও খেলোয়াড়ের জীবনেই উত্থান-পতন থাকবে। কিন্তু আমার অনুশীলনের সর্বদা ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.