বাংলা নিউজ > ময়দান > Diamond League: ৮৯.৯৪ মিটার! ১৬ দিনে ২ বার জাতীয় রেকর্ড ভাঙলেন নীরজ, ডায়মন্ড লিগে প্রথম পদক জয়

Diamond League: ৮৯.৯৪ মিটার! ১৬ দিনে ২ বার জাতীয় রেকর্ড ভাঙলেন নীরজ, ডায়মন্ড লিগে প্রথম পদক জয়

স্টকহোম ডায়মন্ড লিগে প্রথম চেষ্টায় ৮৯.৯৪ মিটার দূরত্ব পেরিয়ে গেলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজ চোপড়া।

Neeraj Chopra at Stockholm Diamond League: স্টকহোম ডায়মন্ড লিগে প্রথম চেষ্টায় ৮৯.৯৪ মিটার দূরত্ব পেরিয়ে যান অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। সেই থ্রোয়ের সুবাদে ডায়মন্ড লিগে প্রথমবার পদক পেলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন।

মাত্র ১৬ দিনে দু'বার - আবারও জাতীয় রেকর্ড ভাঙলেন নীরজ চোপড়া। বৃহস্পতিবার স্টকহোম ডায়মন্ড লিগে প্রথম চেষ্টায় ৮৯.৯৪ মিটার দূরত্ব পেরিয়ে যান। সেই থ্রোয়ের সুবাদে এই প্রথমবার ডায়মন্ড লিগে প্রথম দুইয়ে শেষ করলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন।

বৃহস্পতিবার স্টকহোম ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার ছোড়েন নীরজ। যিনি গত ১৪ জুন পাভো নুরমি গেমসে ৮৯.৩ মিটার দূরত্ব অতিক্রম করে জাতীয় রেকর্ড গড়েছিলেন। সেটাই টোকিয়ো অলিম্পিক্সের পর নীরজের প্রথম টুর্নামেন্ট ছিল। তবে সেই জাতীয় রেকর্ড বেশিদিন টিকল না। বৃহস্পতিবার স্টকহোম ডায়মন্ড লিগে জাতীয় রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে নীরজের বর্শা। সেইসঙ্গে তাঁর একেবারে হাতের মুঠোয় চলে এসেছে ৯০ মিটারের ‘লক্ষ্য’। যে বিষয়ে অলিম্পিক্সে সোনা জয়ের পরও জানিয়েছিলেন নীরজ।

আরও পড়ুন: Neeraj Chopra: অলিম্পিক্সের পর প্রথমবার নেমেই জাতীয় রেকর্ড ভাঙলেন নীরজ, জিতলেন রুপো

তবে বৃহস্পতিবার দ্বিতীয় থ্রোয়ে কিছুটা ছন্দপতন হয় নীরজের। ২৪ বছরের তারকার বর্শা ৮৪.৩৭ মিটার অতিক্রম করে। তারইমধ্যে নিজের তৃতীয় চেষ্টায় ৯০ মিটারের গণ্ডি পেরিয়ে যান অ্যান্ডারসন পিটার্স। তাঁর বর্শা ৯০.৩১ মিটার যায়। সেই থ্রো অ্যান্ডারসনের সোনা জয় নিশ্চিত করে দেয়। তৃতীয় চেষ্টায় ৮৭.৪৬ মিটার, চতুর্থ চেষ্টায় ৮৪.৭৭ মিটার এবং পঞ্চম চেষ্টায় ৮৬.৬৭ মিটার দূরত্ব পার করেন নীরজ। তাতে অবশ্য সার্বিক ফলাফলে কোনও প্রভাব পড়েনি। ৮৯.৯৪ মিটার থ্রোয়ের সুবাদে স্টকহোম ডায়মন্ড লিগে রুপো জেতেন ভারতীয় তারকা।

রুপো জয়ের পর নীরজ বলেন, 'আমার খুব ভালো লাগছে। প্রথম রাউন্ডে ৮৯.৯৪ মিটার ছুড়েছিলাম - ৯০ মিটারের কাছে। খুব ভালো লাগছে। আমি ভেবেছিলাম যে আজ আমি ৯০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারব। ঠিক আছে, এই বছর আরও প্রতিযোগিতায় নামব আমি। পিটার্সকে অভিনন্দন জানাই।' সঙ্গে তিনি বলেন, ‘ট্রেনিং ভালো হচ্ছে। ধীরে-ধীরে উন্নতি ভালো।’

বন্ধ করুন