বাংলা নিউজ > ময়দান > Neeraj Chopra becomes world no 1: ইতিহাস নীরজের! প্রথম ভারতীয় ট্র্যাক ও ফিল্ড অ্যাথলিট হিসেবে হলেন বিশ্বের ১ নম্বর

Neeraj Chopra becomes world no 1: ইতিহাস নীরজের! প্রথম ভারতীয় ট্র্যাক ও ফিল্ড অ্যাথলিট হিসেবে হলেন বিশ্বের ১ নম্বর

নীরজ চোপড়া। (ফাইল ছবি, সৌজন্যে FBKGamesHengelo)

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। এই প্রথম কোনও ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন ‘সোনার ছেলে’। তাঁর স্কোর ১,২৫৫।

অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন। এবার আরও এক ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। এই প্রথম কোনও ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন ‘সোনার ছেলে’। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার সাম্প্রতিক ক্রমপর্যায় অনুযায়ী, পুরুষদের জ্যাভেলিন থ্রো ইভেন্টে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হয়েছেন নীরজ (এই প্রথমবার বিশ্ব র‍্যাঙ্কিংয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন)। তাঁর স্কোর ১,২৫৫। দ্বিতীয় স্থানে আছেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। তাঁর স্কোর ১,৪৩৩। তৃতীয় স্থানে আছেন চেক প্রজাতন্ত্র জাকুব ভাদলেখ (স্কোর ১,৪১৬)। যিনি টোকিয়ো অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। নীরজের থেকে অনেকটা পিছিয়ে ছিলেন।

আড়াই সপ্তাহ আগেই দোহায় প্রথম লেগে ডায়মন্ড লিগে জিতেছেন নীরজ। সেখানে ৮৮.৬৭ মিটার দূরত্ব অতিক্রম করেন। তারপরই বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন ২৫ বছরের ভারতীয় তারকা। যিনি আবার আগামী মাসে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আগামী ৪ জুন নেদারল্যান্ডসে ফ্যানি ব্ল্যাকার্স-কোয়েন গেমসে নামবেন। তারপর আগামী ১৩ জুন ফিনল্যান্ডের পাভো নুরমি গেমসে অংশগ্রহণ করবেন নীরজ। আপাতত সেই পাভো নুরমি গেমসকেই পাখির চোখ করছেন। 

আরও পড়ুন: দোহায় বাজিমাত সোনার ছেলে নীরজ চোপড়ার, ডায়মন্ড লিগ জয় তারকা জ্যাভলারের

গতবার সেই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা পাভো নুরমি গেমসে রুপো জিতেছিলেন নীরজ। সেইসময় তাঁর বর্শা অতিক্রম করেছিল ৮৯.৩ মিটার (যা সেইসময় তাঁর ব্যক্তিগত সেরা ছিল)। তবে পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে ৮৮ মিটারের গণ্ডিতেই আটকে গিয়েছিলেন। ৮৮.১৩ মিটার দূরত্ব অতিক্রম করে রুপো পেয়েছিলেন।  তারইমধ্যে ২০২২ সালের ৩০ জুন সুইডেনে নীরজের বর্শা ৮৯.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করেছিল। যা নীরজের ব্যক্তিগত সেরা তো বটেই। ওটা জাতীয় রেকর্ডও। এবার সেই রেকর্ড ছাপিয়ে ৯০ মিটারে পৌঁছাতে মরিয়া ভারতের সোনার ছেলে।

আরও পড়ুন: Neeraj Chopra's inspirational message: প্লেয়াররা চেষ্টা করে, ব্যর্থ হলে খুব বেশি সমালোচনা করবেন না- WPL দেখতে এসে নীরজের আর্জি

অলিম্পিক্সে কত দূরত্ব অতিক্রম করেছিল নীরজের জ্যাভেলিন?

 টোকিয়ো অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছিলেন নীরজ। যা অলিম্পিক্সের ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ভারতের প্রথম সোনা। শুধু তাই নয়, প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ জিতেছেন। সেইসঙ্গে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন নীরজ।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন