টোকিও অলিম্পিক্সের জন্য কতটা তৈরি নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে কী পদক জিততে পারবেন ভারতের এই জ্যাভলিন থ্রোয়ার। যে যাই বলুন, নীরজের পাখির চোখ কিন্তু অলিম্পিক্সের পদকের দিকেই। কিন্তু তিনি কী সঠিকভাবে অনুশীলন করতে পারছেন!
করোনা থাবা ফেলেছে নীরজের খেলাতেও। একের পর এক প্রশিক্ষণ শিবির বাতিল হচ্ছে। অলিম্পিক্সের আগে ঠিক ভাবে প্রতিযোগিতাতেও নামতে পারেননি নীরাজ। এমন অবস্থায় নিজের অনুশীলন নিয়ে মুখ খুলেছেন নীরজ চোপড়া। টোকিয়ো অলিম্পিক্সে পদক জেতার জন্য প্রাণপাত করছেন তিনি। যদিও এই মুহূর্তে নিজের প্রস্তুতি ঠিকঠাক হচ্ছে বলে মনে করছেন নীরজ চোপড়া।
এক সাক্ষাৎকারে পাটিয়ালায় নিজের প্রস্তুতি নিয়ে ২৩ বছর বয়সি নীরজ বলেছেন, ‘এই গরমে অনুশীলন করা সত্যিই অসম্ভব। মাঠে পাঁচ মিনিটও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। জুনে তো অবস্থা আরও খারাপ হবে।’ ভারতের সর্বকালের অন্যতম সেরা জ্যাভলিন থ্রোয়ার চেয়েছিলেন, এই সময়টায় ইউরোপে কোথাও থেকে অনুশীলন করতে, সেখান থেকেই বিভিন্ন মিটে অংশ নিতে। কিন্তু করোনার জন্য সে সবের কিছুই হয়নি।
ঐ সাক্ষাৎকারে নীরজ আরও বলেছেন, ‘পাটিয়ালায় প্রচুর খাটছি ঠিক আছে। কিন্তু শুধু তো অনুশীলন দিয়ে হবে না। তার সঙ্গে অনেক মিটেও নামতে হবে। ২০১৯-এ চোটের জন্য পিছিয়ে পড়েছিলাম। আর এই দু’বছর তো কোভিড সব শেষ করে দিল। যাবই বা কোথায়,’ বলেছেন হতাশ নীরজ। যোগ করেছেন, ‘গত বছর ভেবেছিলাম এ বছর অন্তত বেশ কিছু প্রতিযোগিতায় নামতে পারব। কিন্তু তার কোনও সুযোগই নেই।’
এখানেই থামেননি নীরজ। আরও বলেছেন, ‘বুঝতে পারছি না, আর কতদিন ধৈর্য ধরব! অথচ ২০২০-তে এই অবস্থাতেও ইউরোপের অ্যাথলিটরা বিভিন্ন প্রতিযোগিতায় নেমেছে। আমরা যে সুযোগ পাইনি। এ’বছরও একই ব্যাপার। ওরা বিভিন্ন জায়গায় নামছে। আমরা এখানেই পড়ে আছি। বিশ্বমানের পারফরম্যান্স করতে, বিশ্বসেরাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়। সেটাই তো পারছি না।’
নিরাজ জানিয়েছেন ‘এটা আমার প্রথম অলিম্পিক্স। আমি এখানে প্রশিক্ষণ চালিয়ে যেতে পারছিনা, টোকিওতো যেতে পারি এবং বিশ্বের সেরা নিক্ষেপকারীদের হারিয়ে একটি পদক জিততে পারি। এর আগে আমি তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’ দু দিন আগে সাংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নীরাজ জানিয়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।