বাংলা নিউজ > ময়দান > করোনার জন্য টোকিও অলিম্পিক্সের আগে নানা সমস্যায় জর্জরিত নীরজ চোপড়া

করোনার জন্য টোকিও অলিম্পিক্সের আগে নানা সমস্যায় জর্জরিত নীরজ চোপড়া

ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (ছবি: গুগল)

টোকিও অলিম্পিক্সের জন্য কতটা তৈরি নীরজ চোপড়া? টোকিও অলিম্পিক্সে কী পদক জিততে পারবেন ভারতের এই জ্যাভলিন থ্রোয়ার? করোনা থাবা ফেলেছে নীরজের প্রশিক্ষণে।টোকিও অলিম্পিক্সের আগে সমস্যায় জর্জরিত নীরজ চোপড়া।

টোকিও অলিম্পিক্সের জন্য কতটা তৈরি নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে কী পদক জিততে পারবেন ভারতের এই জ্যাভলিন থ্রোয়ার। যে যাই বলুন, নীরজের পাখির চোখ কিন্তু অলিম্পিক্সের পদকের দিকেই। কিন্তু তিনি কী সঠিকভাবে অনুশীলন করতে পারছেন!

করোনা থাবা ফেলেছে নীরজের খেলাতেও। একের পর এক প্রশিক্ষণ শিবির বাতিল হচ্ছে। অলিম্পিক্সের আগে ঠিক ভাবে প্রতিযোগিতাতেও নামতে পারেননি নীরাজ। এমন অবস্থায়  নিজের অনুশীলন নিয়ে মুখ খুলেছেন নীরজ চোপড়া। টোকিয়ো অলিম্পিক্সে পদক জেতার জন্য প্রাণপাত করছেন তিনি। যদিও এই মুহূর্তে নিজের প্রস্তুতি ঠিকঠাক হচ্ছে বলে মনে করছেন নীরজ চোপড়া।

এক সাক্ষাৎকারে পাটিয়ালায় নিজের প্রস্তুতি নিয়ে ২৩ বছর বয়সি নীরজ বলেছেন, ‘এই গরমে অনুশীলন করা সত্যিই অসম্ভব। মাঠে পাঁচ মিনিটও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। জুনে তো অবস্থা আরও খারাপ হবে।’ ভারতের সর্বকালের অন্যতম সেরা জ্যাভলিন থ্রোয়ার চেয়েছিলেন, এই সময়টায় ইউরোপে কোথাও থেকে অনুশীলন করতে, সেখান থেকেই বিভিন্ন মিটে অংশ নিতে। কিন্তু করোনার জন্য সে সবের কিছুই হয়নি। 

ঐ সাক্ষাৎকারে নীরজ আরও বলেছেন, ‘পাটিয়ালায় প্রচুর খাটছি ঠিক আছে। কিন্তু শুধু তো অ‌নুশীলন দিয়ে হবে না। তার সঙ্গে অনেক মিটেও নামতে হবে। ২০১৯-এ চোটের জন্য পিছিয়ে পড়েছিলাম। আর এই দু’বছর তো কোভিড সব শেষ করে দিল। যাবই বা কোথায়,’ বলেছেন হতাশ নীরজ। যোগ করেছেন, ‘গত বছর ভেবেছিলাম এ বছর অন্তত বেশ কিছু প্রতিযোগিতায় নামতে পারব। কিন্তু তার কোনও সুযোগই নেই।’

এখানেই থামেননি নীরজ। আরও বলেছেন, ‘বুঝতে পারছি না, আর কতদিন ধৈর্য ধরব! অথচ ২০২০-তে এই অবস্থাতেও ইউরোপের অ্যাথলিটরা বিভিন্ন প্রতিযোগিতায় নেমেছে। আমরা যে সুযোগ পাইনি। এ’বছরও একই ব্যাপার। ওরা বিভিন্ন জায়গায় নামছে। আমরা এখানেই পড়ে আছি। বিশ্বমানের পারফরম্যান্স করতে, বিশ্বসেরাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়। সেটাই তো পারছি না।’

নিরাজ জানিয়েছেন ‘এটা আমার প্রথম অলিম্পিক্স। আমি এখানে প্রশিক্ষণ চালিয়ে যেতে পারছিনা,  টোকিওতো যেতে পারি এবং বিশ্বের সেরা নিক্ষেপকারীদের হারিয়ে একটি পদক জিততে পারি। এর আগে আমি তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’ দু দিন আগে সাংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নীরাজ জানিয়েছিলেন।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগেব অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.