বাংলা নিউজ > ময়দান > জ্যাভলিন ছেড়ে হকির স্টিক হাতে নেমে পড়লেন নীরজ চোপড়া, ভাইরাল হল ভিডিও

জ্যাভলিন ছেড়ে হকির স্টিক হাতে নেমে পড়লেন নীরজ চোপড়া, ভাইরাল হল ভিডিও

হকি স্টিক হাতে নীরজ।

জলন্ধরে এক সংবর্ধনা সভায় নীরজ চোপড়াকে ৫০লক্ষ টাকা, ব্রোঞ্জ জয়ী হকি টিমকে দেওয়া হয় ৮৫লক্ষ টাকা আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়াও টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বজরং পুনিয়াকে ১০ লক্ষ টাকা এবং টোকিও প্যারালিম্পিক্সে হাইজাম্পে রুপোজয়ী নিশাদ কুমারকে ২৫ লক্ষ আর্থিক পুরস্কার দেওয়া হয়।

টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জেতার পর কি সেটা থেকে মন উড়ে গিয়েছে নীরজ চোপড়ার? এ বার অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী হকি দলের লড়াই দেখে কি তিনি এতটাই উদ্বুদ্ধ হয়েছেন যে, হকি স্টিক হাতেই খেলতে নেমে পড়েছেন! সম্প্রতি মনপ্রীত সিং-দের সঙ্গে চুটিয়ে হকি খেলতে দেখা গিয়েছে নীরজ চোপড়াকে।

আসলে মঙ্গলবার জলন্ধরে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির তরফে একটু সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে নীরজ চোপড়া এবং ব্রোঞ্জজয়ী হকি টিমকে সংবর্ধিত করা হয়। সেই অনুষ্ঠানে গিয়ে মনপ্রীত সিং-দের সঙ্গে হকি খেলায় মেতে ওঠেন নীরজ। আর সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। হকি স্টিক হাতেও নীরজকে বেশ সাবলীল লেগেছে।

টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জেতার পর কি সেটা থেকে মন উড়ে গিয়েছে নীরজ চোপড়ার? এ বার অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী হকি দলের লড়াই দেখে কি তিনি এতটাই উদ্বুদ্ধ হয়েছেন যে, হকি স্টিক হাতেই খেলতে নেমে পড়েছেন! সম্প্রতি মনপ্রীত সিং-দের সঙ্গে চুটিয়ে হকি খেলতে দেখা গিয়েছে নীরজ চোপড়াকে।

আসলে মঙ্গলবার জলন্ধরে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির তরফে একটু সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে নীরজ চোপড়া এবং ব্রোঞ্জজয়ী হকি টিমকে সংবর্ধিত করা হয়। সেই অনুষ্ঠানে গিয়ে মনপ্রীত সিং-দের সঙ্গে হকি খেলায় মেতে ওঠেন নীরজ। আর সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। হকি স্টিক হাতেও নীরজকে বেশ সাবলীল লেগেছে।|#+|

এই সংবর্ধনা সভায় নীরজ চোপড়ার হাতে ৫০লক্ষ টাকা আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। ব্রোঞ্জ জয়ী হকি টিমকে দেওয়া হয় ৮৫লক্ষ টাকা আর্থিক পুরস্কার। এ ছাড়াও টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বজরং পুনিয়াকে ১০ লক্ষ টাকা এবং টোকিও প্যারালিম্পিক্সে হাইজাম্পে রুপোজয়ী নিশাদ কুমারকে ২৫ লক্ষ আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।

নীরজ যে শুধু হকি খেলেছেন তা নয়, তিনি মনপ্রীত সিং-দের জ্যাভলিন ছোঁড়ার টেকনিকও শিখিয়েছেন। যা শিখে উচ্ছ্বসিত ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের সদস্যরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন