জুলাইয়ের শেষেই শুরু হবে প্যারিস অলিম্পিক্স। আর খুব বেশি সময় বাকি নেই। তার আগে বড় ধাক্কা খেল ভারত। ভারতের সেরা জ্যাভলিন থ্রোয়ার এবং অলিম্পিক্সে পদকের দাবিদার নীরজ চোপড়ার চোট চিন্তায় ফেলে দিয়েছে সকলকে। প্য়ারিস অলিম্পিক্সের ঠিক আগে নীরজের এই চোট মোটেও ভালো লক্ষণ নয়। চোটের কারণে ওস্ট্রাভা গোল্ডেন স্পাইক ২০২৪ অ্যাথলেটিক্স মিট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নীরজ। এই সপ্তাহে চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত যে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল নীরজের।
কোথায়, কী ধরনের চোট পেয়েছেন নীরজ চোপড়া?
নীরজ চোপড়া তার অ্যাডাক্টর পেশিতে চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। এই পেশিগুলি উরুতে রয়েছে। নীরজকে পরীক্ষা করা হচ্ছে এবং এর পরে তাঁর রিহ্যাব শুরু হবে। আশা করা হয়েছিল যে, নীরজ চোপড়া ২৮ মে ওস্ট্রাভা গোল্ডেন স্পাইক মিটে অংশ নেবেন, কিন্তু এই চোটের কারণে তাঁকে এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়েছে।
আরও পড়ুন: জার্সিটা ভালো, টিমটা না- এভাবে হ্যাটা করেছিল লোকজন, স্মৃতিচারণ শাহরুখের- ভিডিয়ো
কীভাবে চোট পেলেন সোনার ছেলে?
বিবৃতিতে বলা হয়েছে, সপ্তাহ দুয়েক আগে নিজের প্রশিক্ষণের সময়েই চোট পান ভারতের সোনার ছেলে। এর পরেই টুর্নামেন্ট থেরে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন নীরজ। প্রসঙ্গত, নীরজ ভুবনেশ্বরে অনুষ্ঠিত ২৭তম ফেডারেশন কাপ সিনিয়র অ্যাথলেটিক্সে জ্যাভলিনে সোনা জিতেছিলেন কিছু দিন আগে। তিন বছর পর দেশের মাটিতে কোনও প্রতিযোগিতায় নেমেছিলেন তারকা জ্যাভলিন থ্রোয়ার। সেই টুর্নামেন্টে চতুর্থ প্রচেষ্টায় ৮২.২৭ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। এর আগে ২০২১ সালে ফেডারেশন কাপেই সোনা জিতেছিলেন নীরজ। সেবার তিনি ৮৭.৮০ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন। চলতি বছরে এটি নীরজের দ্বিতীয় টুর্নামেন্ট। তার আগে দোহা ডায়মন্ড লিগে ৮৮.৩৬ মিটার থ্রো করেছিলেন নীরজ।
আরও পড়ুন: শাহরুখের উপরেই কি নির্ভর করছে ভারতীয় দলে গম্ভীরের কোচ হওয়ার ভাগ্য?
কী বক্তব্য নীরজ চোপড়ার?
নীরজ চোপড়া তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছেন, ‘সাম্প্রতিক একটি থ্রোয়িং সেশনের পরে, আমি ওস্ট্রাভাতে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি । কারণ আমি আমার অ্যাডাক্ট পেশিতে সমস্যা অনুভব করেছি। আমি অতীতেও এটি নিয়ে সমস্যায় পড়েছি। তাই আলাদা করে চাপ নিতে চাই না।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘আমি শুধু পরিষ্কার করে বলে দিতে চাই, আমি আহত নই। তবে আমি অলিম্পিক্সের বছরে কোনও ঝুঁকি নিতে চাই না, তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’

প্যারিস অলিম্পিক্সের আগে এভাবে চোট পেয়ে নীরজের ছিটকে যাওয়াটা নিয়ে সংশয় তো থেকেই যাচ্ছে। তারকা অ্যাথলিটকে এর জন্য চাপে পড়তে হতে পারে। কারণ প্যারিস অলিম্পিক্সের মত বড় ইভেন্টে নামার আগে পর্যাপ্ত অনুশীলন দরকার। আর চোটের জন্য সেই অনুশীলনেও ব্যাঘাত ঘটতে পারে নীরজের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।