বাংলা নিউজ > ময়দান > জড়িয়েছিলেন ফিক্সিং বিতর্কে, এ বার পড়শি দেশের কোচ হলেন ভারতীয় প্রাক্তনী

জড়িয়েছিলেন ফিক্সিং বিতর্কে, এ বার পড়শি দেশের কোচ হলেন ভারতীয় প্রাক্তনী

মনোজ প্রভাকর।

নেপাল জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন পুবুদু দাসানায়েক। তিনি সম্প্রতি কানাডার সিনিয়র ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছেন। ফলে নেপালের দায়িত্ব ছাড়তে হয়েছে তাঁকে। পুবুদুর জায়গাতেই কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের প্রাক্তনীকে।

শুভব্রত মুখার্জি

ভারতের প্রাক্তন অলরাউন্ডার মনোজ প্রভাকরকে জাতীয় সিনিয়র ক্রিকেট দলের হেড কোচ ঘোষণা করা হল নেপালের তরফে। সোমবার নেপাল ক্রিকেট বোর্ডের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, প্রভাকরের আগে নেপাল জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন পুবুদু দাসানায়েক। তিনি সম্প্রতি কানাডার সিনিয়র ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছেন। ফলে নেপালের দায়িত্ব ছাড়তে হয়েছে তাঁকে। পুবুদুর জায়গাতেই কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মনোজ প্রভাকরকে।

আরও পড়ুন: সর্বোচ্চ ব্যবধানে জয়, প্রথমবার দশ উইকেট স্পিনারদের, হল একাধিক নজির

প্রসঙ্গত ২০১৬ সালে আফগানিস্তান দলের বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মনোজ প্রভাকরের। উল্লেখ্য ভারতের হয়ে ১৬৯ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও তাঁর অভিজ্ঞতা দীর্ঘ দিনের। ভারতের ঘরোয়া ক্রিকেটের সেরা টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে তিনি তিনটি দলকে নেতৃত্ব দিয়েছেন এর আগে। দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশকে তিনি এর আগে কোচিং করিয়েছেন।

আরও পড়ুন: সিরিজ সেরা আর্শদীপের মেন্টর তথা প্রতিদ্বন্দ্বী কে? উত্তর শুনলে অবাক হবেন

ভারতের হয়ে ৩৯ টি টেস্টে খেলা মনোজ প্রভাকর নেপাল দলের দায়িত্ব পাওয়ার পরে জানিয়েছেন, তিনি নতুন দায়িত্ব নিয়ে কাজ করতে মুখিয়ে রয়েছেন। নেপাল ক্রিকেটের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নেপাল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন ভারতীয় স্টার অলরাউন্ডার এবং রঞ্জি ট্রফি জয়ী কোচ মনোজ প্রভাকরকে।’

উল্লেখ্য, কঠিন সময়ে নেপাল দলের দায়িত্ব নিয়েছেন মনোজ প্রভাকর। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে পারেনি। আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-টুতেও তাদের স্থান শেষ থেকে দ্বিতীয়। ২০টি ম্যাচের মধ্যে মাত্র দু'টিতে জিতেছে তারা। ফলে স্বাভাবিক ভাবেই কঠিন হতে চলেছে নেপালের কোচ হিসেবে প্রভাকরের পথ চলা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন