নেপালের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিচানেকে গ্রেফতার করল নেপাল পুলিশ। তাঁর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সন্দীপ লামিচানেকে আটক করা হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তাঁকে সেখানেই পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে এর আগে নেপাল ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ধর্ষণের অভিযুক্ত সন্দীপ লামিচানে ধর্ষণের মামলায় আত্মসমর্পণ করতে রাজি হয়েছিলেন।
নেপালের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিচানের বিরুদ্ধে ১৭ বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় সন্দীপকে খুঁজছিল নেপাল পুলিশ। সে নেপাল থেকে পালিয়ে গিয়েছিল। তবে এরদিন আগেই লামিচানে বলেছেন যে তিনি আত্মসমর্পণ করতে প্রস্তুত এবং আগামী ৬ অক্টোবর (অর্থাৎ আজ) দেশে ফিরবেন। সন্দীপ লামিচানে নিজের ফেসবুক পোস্টে বলেছিলেন,‘আমি তদন্তের সমস্ত পর্যায়ে সম্পূর্ণ সহযোগিতা করব এবং আমার নির্দোষ প্রমাণের জন্য আইনি লড়াই লড়ব।’
আরও পড়ুন… ঋদ্ধিমান সাহার এই অভ্যাস দেখে অবাক হয়েছিলেন কোহলি! প্রকাশ্যে জানালেন সেই গল্প
সন্দীপ লামিচানে নিজের ফেসবুকে নিজের ভক্তদের উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘আপনাদের সমর্থন,আস্থা,আত্মবিশ্বাস এবং আপনাদের সমালোচনামূলক মন্তব্য আমার কাছে সম্পদ। এটাকে আমি আমারঅনুপ্রেরণা এবং শক্তি হিসাবে গ্রহণ করেছি। আমি জানি যে আমি ষড়যন্ত্র এবং মিথ্যা অভিযোগের একটি কঠিন সময়ের মুখোমুখি এবং এর প্রভাব অকল্পনীয়।আমি নিশ্চিত যে নির্দোষ প্রমাণিত আসামিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমাদের আইনি ব্যবস্থায় কিছু ব্যবস্থা থাকা উচিত। আমি শীঘ্রই আমার বিরুদ্ধে দায়ের করা অন্যায় মামলা এবং অভিযোগের বিরুদ্ধে আইনি সহায়তা চাইব এবং আমি নিশ্চিত যে আমি ন্যায়বিচার পাব এবং আমি আমার প্রিয় দেশের নাম ও খ্যাতি করতে শীঘ্রই ক্রিকেট মাঠে ফিরে আসব এবং আমি দ্রুত বিচারের জন্য প্রার্থনা করছি।’
সন্দীপ লামিচানে আরও লিখেছেন,নেপালের কাছে নিজেকে‘আমি সকাল ১০টায় কাতার এয়ারওয়েজে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছি। আত্মসমর্পণের ইচ্ছার কথা ইতিমধ্যেই লিখিতভাবে পুলিশকে জানিয়েছি।আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রক্রিয়া চলাকালীন আমার অ্যাডভোকেট সরোজ কৃষ্ণ ঘিমির (অ্যাডভোকেট) উপস্থিত থাকার জন্য আমি পুলিশের কাছে বিনীত অনুরোধ করেছি। আমি তদন্তের সব পর্যায়ে পূর্ণ সহযোগিতা করব এবং আমার নির্দোষ প্রমাণের জন্য আইনি লড়াই লড়ব। ন্যায়বিচারের জয় হোক।’
আরও পড়ুন… ভিডিয়ো: ৭৭ বলে অপরাজিত ২০৫ রান! আটলান্টা ওপেন লিগে রাহকিম কর্নওয়েলের চার-ছক্কার বন্যা
লক্ষণীয় যে লামিচানে অভিযোগ ওঠার পর দেশ ছেড়েছিলেন। সন্দীপের সন্ধান না পাওয়ায় নেপাল পুলিশ আন্তর্জাতিক পুলিশ অর্থাৎ ইন্টারপোলের কাছে সাহায্য চেয়েছিল। নেপাল পুলিশের এই কথা মেনে নিয়ে ইন্টারপোল সন্দীপ লামিচানের বিরুদ্ধে ডিফিউশন নোটিশ জারি করেছিল। বলা হয়েছিল,সন্দীপ ক্যারিবিয়ান দেশগুলিতে রয়েছেন। ৮ সেপ্টেম্বর নেপাল পুলিশ সন্দীপ লামিচানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।