শুভব্রত মুখার্জি: ২২ গজে ভালো ব্যবহার, বিপক্ষকে সম্মান দেখানো এসব বিষয়কে সব সময় প্রাধান্য দেওয়া হয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সে কথা মাথায় রেখেই আইসিসির তরফে 'স্পিরিট অফ ক্রিকেট' পুরস্কার দেওয়া হল। আর ২০২২ সালের এই পুরস্কার জিতে নিলেন নেপালের কিপার ব্যাটার আসিফ শেখ। ২২ গজে তাঁর অনবদ্য আচরণ মন ছুঁয়ে গিয়েছিল ক্রিকেট বিশেষজ্ঞদের। আর এবার সেই আচরণকেই কুর্নিশ জানিয়ে পুরস্কৃত করা হল আইসিসির তরফে।
আরও পড়ুন… মহিলা আইপিএলের প্রক্রিয়া আমার আমল থেকেই শুরু হয়েছিল- WPL নিয়ে মুখ খুললেন সৌরভ
পৃথিবীতে ভদ্রলোকের খেলা হিসেবেই পরিচিতি রয়েছে ক্রিকেটের। বিভিন্ন সময়ে ২২ গজে রয়েছে এর উদাহরণ। যে উদাহরণ নজির হয়ে থাকে অন্য ক্রিকেটারদের কাছে। তেমন সব দৃষ্টান্ত স্থাপনকারী ক্রিকেটারকে আইসিসি প্রতিবছর ‘আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মান জানায়। উল্লেখ্য ২০২২ সালের জন্য এই পুরস্কার পেয়েছেন নেপালের উইকেটরক্ষক আসিফ শেখ। ঘটনাটি গত বছরের ফেব্রুয়ারি মাসে ঘটেছিল। ওমানে কোয়াড্রাঙ্গুলার অর্থাৎ চতুর্দেশীয় টুর্নামেন্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে খেলতে নেমেছিল নেপাল। সেই ম্যাচে একটি সময় সুযোগ পেয়েও আইরিশ ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রাইনকে রানআউট করেননি আসিফ। যে ঘটনা সেই সময়ে নেট দুনিয়াতেও ভূয়সি প্রশংসা কুড়িয়েছিল। রান আউট না করে যে মহানুভবতা দেখিয়ে ছিলেন আসিফ শেখ সেই কারণেই তিনি জিতে নিলেন এই পুরস্কার।
আরও পড়ুন… রোহিত আপিল প্রত্যাহার না করলে খুশি হতাম- শানাকার রান আউট প্রসঙ্গে ইয়ান চ্যাপেল
ঘটনাটি ঘটে আয়ারল্যান্ড বনাম নেপাল ম্যাচের ১৯তম ওভারে। বোলিং করতে আসেন নেপালের পেসার কামাল সিং আইরি। ওভারের তৃতীয় বলে মার্ক অ্যাডেয়ার লেগ সাইডে বড় শট খেলার চেষ্টা করেন। সেই সময়ে দ্রুত রান নেওয়ার সময় নন-স্ট্রাইকে থাকা অ্যান্ডি ম্যাকব্রাইন ফিল্ডারের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে পড়ে যান।
নেপালের ফিল্ডার দ্রুত বল দেন উইকেটরক্ষক আসিফ শেখকে। ইতিমধ্যেই উঠে দাঁড়ালেও ম্যাকব্রাইন তখনও ক্রিজ থেকে অনেক দূরে ছিলেন। ম্যাকব্রাইনকে রানআউট করার সুযোগ পেয়েও করেননি আসিফ শেখ। আর আসিফের এই উদারতার জন্যই 'আইসিসি স্পিরিট অফ ক্রিকেট' পুরস্কার পেয়েছেন আসিফ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।