শুভব্রত মুখার্জি: নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের কোচ লুই ফন গল আক্রান্ত ক্যান্সারে। তার প্রস্টেট ক্যান্সার ধরা পড়েছে। বেশ কিছু দিন ধরে এই মারণরোগের সঙ্গে লড়ছেন তিনি। ক্যান্সার আক্রান্ত অবস্থাতেই ডাচ ফুটবলারদের অনুশীলন করিয়েছেন গল।
নেদারল্যান্ডসের এক টিভি অনুষ্ঠানে এই খবর নিশ্চিত করেছেন স্বয়ং ফন গলই। ইতিমধ্যেই তাকে নাকি ২৫ বার রেডিয়েশন থেরাপিও নিতে হয়েছে। ফন গল জানিয়েছেন, 'ক্যান্সারের ধরনটা বেশ বাজে, এইধরনের ক্যান্সারে মানে প্রস্টেট ক্যান্সারে আপনি মরবেন না। অন্তত ৯০ শতাংশ ক্ষেত্রে তো বটেই। আসলে এই ক্যান্সারের কারণে অন্যান্য সুপ্ত রোগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সেই আশঙ্কাই যন্ত্রণা দেয়। এই ক্যান্সারটা বেশ বাজে ধরনের। এর মধ্যে ২৫ বার রেডিয়েশন থেরাপি দিতে হয়েছে আমাকে।'
ফন গল জানিয়েছেন তিনি ইতিমধ্যেই ডাচ জাতীয় দলের ফুটবলারদের সেই খবর জানাননি। এই খবর না জানানোর কারণ হিসেবে তিনি জানিয়েছেন 'ফুটবলারদের জানায়নি যাতে তাদের উৎসাহ ও পারফরম্যান্সে নেগেটিভ প্রভাব না পড়ে। রাতের বেলা তাদেরকে লুকিয়ে আমি হাসপাতালে যেতাম। কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে আর লুকাতে পারছি না।' উল্লেখ্য তৃতীয়বারের জন্য নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন ফন গল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে তার অধীনে তৃতীয় স্থান অর্জন করেছন ডাচরা। ক্লাব পর্যায়ে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, আয়াক্সের মতো ক্লাবকে ঘরোয়া এবং ইউরোপীয় পর্যায়ের শিরোপা জিতিয়েছেন ৭০ বছর বয়সি এই ডাচ কোচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।