বড় সিদ্ধান্ত ICC-র, ODI স্ট্যাটাস পেয়ে গেল এই ৫টি সহযোগী দেশ, ব়্যাঙ্কিংয়ের নিরিখে অংশ নিতে পারবে বিশ্বকাপে
1 মিনিটে পড়ুন . Updated: 25 May 2022, 05:13 PM IST- মেয়েদের ক্রিকেটে ICC-র ওয়ান ডে দল সংখ্যা ১১ থেকে বেড়ে দাঁড়াল ১৬-য়।
মেয়েদের ক্রিকেটে উল্লেখযোগ্য উন্নতির পুরস্কার পেল নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহি। ওয়ান ডে স্ট্যাটাস পেয়ে গেল আইসিসির এই ৫টি সহযোগী দেশের মহিলা ক্রিকেট দল।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয় যে, এবার থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই পাঁচ দেশের পারফর্ম্যান্স অনুযায়ী তাদের ব়্যাঙ্কিং নির্ধারিত হবে এবং সেই নিরিখেই ২০২৫ মহিলা বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সুযোগ থাকছে এই পাঁচ দেশের সামনে।
উল্লেখ্য, এর আগে মেয়েদের ক্রিকেটে আইসিরি-র ওয়ান ডে স্ট্যাটাস ছিল ১১টি দেশের। সেই সখ্যা এবার বেড়ে দাঁড়ায় ১৬-তে।
এই মুহূর্তে মেয়েদের ক্রিকেটে আইসিসির এক নম্বর ওয়ান ডে দল হল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড রয়েছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। ভারত রয়েছে তালিকার চতুর্থ স্থানে।
আইসিসি ওমেনস ওয়ান ডে ব়্যাঙ্কিং:-
আরও পড়ুন:- Women's T20 Challenge: সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরি, জেমিমার রেকর্ড ভাঙলেন শেফালি
নতুন ৫টি দেশ যেহেতু এখনও কোনও ম্যাচ খেলেনি, তাই তারা যুক্ত হয়নি আইসিসি-র মহিলা ওয়ান ডে ব়্যাঙ্কিং তালিকায়।