বাংলা নিউজ > ময়দান > IPL-এ কখনও ধারাভাষ্য করবেন না, দাবি মাইকেল হোল্ডিং-এর, আসল কারণটা কি জানেন?

IPL-এ কখনও ধারাভাষ্য করবেন না, দাবি মাইকেল হোল্ডিং-এর, আসল কারণটা কি জানেন?

মাইকেল হোল্ডিং।

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার মাইকেল হোল্ডিং টি২০ ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতেই নারাজ। তাঁর কাছে টেস্ট ক্রিকেটই হল আসল ক্রিকেট। টি২০ ক্রিকেটকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুলেছেন মাইকেল হোল্ডিং।

আইপিএল নাকি ক্রিকেটই নয়। সেই কারণেই কখনও আইপিএল-এ ধারাভাষ্য করবেন না মাইকেল হোল্ডিং। আইপিএল নিয়ে নিজের মত জানালেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার মাইকেল হোল্ডিং। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার টি২০ ক্রিকেটকে বেশি গুরুত্বই দিতেও নারাজ। তাঁর কাছে টেস্ট ক্রিকেটই হল আসল ক্রিকেট। টি২০ ক্রিকেটকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুলেছেন মাইকেল হোল্ডিং।

বর্তমানে বিশ্বে সর্বত্র টি২০ লিগ চলছে। আর সমস্ত দেশের সীমিত ওভারের ফ্রাঞ্চাইজি লিগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের খেলতে দেখা যাচ্ছে। এমনকী টি২০ বিশ্বকাপও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হোল্ডিং ওয়েস্ট ইন্ডিজের টি২০ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে দাবি করেন, ‘আপনি যখন কোনও টি-টোয়েন্টি টুর্নামেন্ট জিতবেন, সেটা কিন্তু আপনাকে পুনরুজ্জীবিত করবে না, এমনকী এটা ক্রিকেটও নয়! এই টি-টোয়েন্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্ট ক্রিকেটে শীর্ষ স্থান দখল করা খুব কঠিন হতে চলেছে।’

শুধু তাই নয়, টি২০ ক্রিকেটকে যেন নিষিদ্ধ করা হয়, সেটাই তিনি চান। তিনি বলেছেন, ‘বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলি নিষিদ্ধ করা করা উচিত। যখন একটি দরিদ্র দেশ, যারা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের মতো পারিশ্রমিক দিতে পারে না. তখন সেই দেশের খেলোয়াড়রা টি-টোয়েন্টি খেলতে যাবেই। ওয়েস্ট ইন্ডিজ এবং অন্যরা সেটাই করছে।’

তবে এই সব কিছুর জন্য কর্মকর্তাদেরই কাঠগোড়ায় তুলেছেন হোল্ডিং। তিনি জানান, ‘আপনি যখন ছ' সপ্তাহের মধ্যে ৬ লক্ষ থেকে আট লক্ষ ডলার উপার্জন করবেন, তখন আপনি কি করবেন? আমি ক্রিকেটারদের দোষ দিচ্ছি না। আমি প্রশাসকদের দোষ দিচ্ছি। তাঁরা মুখে টেস্ট ক্রিকেট নিয়ে অনেক কথা বললেও, আখেরে নিজেদের আলমারিতে টাকা ভরা ছাড়া কিছুই করে না। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয় পাচ্ছে। অথচ টেস্ট ক্রিকেট খেলার জন্য তাদের কখনও চাপ দেওয়া হয় না।’

আইপিএল-এ ধারাভাষ্য দেওয়ার প্রসঙ্গ উঠলে হোল্ডিং বলেন, ‘আমি শুধু মাত্র ক্রিকেটেই ধারাভাষ্য করি।’ এর থেকেই পরিষ্কার আইপিএল-কে হোল্ডিং ক্রিকেট বলে মানেন না। যে কারণে কখনও ধারাভাষ্যও করবেন না।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.