বাংলা নিউজ > ময়দান > ব্যাটারের পিঠের চোটের অস্ত্রোপচার, প্রথম শুনলাম- শ্রেয়সকে নিয়ে মুখ খুললেন জাদেজা

ব্যাটারের পিঠের চোটের অস্ত্রোপচার, প্রথম শুনলাম- শ্রেয়সকে নিয়ে মুখ খুললেন জাদেজা

শ্রেয়স আইয়ার।

এনসিএ-র বিশেষজ্ঞরা শ্রেয়সের চোটের পরীক্ষা করেছেন। তার পরেই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন তাঁরা। অস্ত্রোপচার করাতে হলে শ্রেয়সকে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতেই হবে। তবে যা পরিস্থিতি, তাতে আইপিএলের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তাঁর খেলার সম্ভাবনা খুবই কম।

ঘনঘন চোটের কবলে পড়ছেন শ্রেয়স আইয়ার। এ বার পিঠের চোটের কারণে মিস করতে চলেছেন আইপিএলও। তবে প্রাক্তন ভারতীয় ব্যাটার অজয় জাদেজা শ্রেয়সের পিঠের চোট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁর দাবি অনুযায়ী, ব্যাটারের পিঠের চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে, এমন ঘটনা নাকি তিনি জীবনে শোনেননি।

এই চোটের কারণে শ্রেয়স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ব্যাট করতে পারেননি। আমদাবাদ টেস্টের দলে থাকলেও ব্যাট করতে পারেননি শ্রেয়স। সে সময় ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা প্রথম তাঁর পিঠের ব্যথার কথা জানিয়েছিলেন। এমন কী এক দিনের সিরিজের দল থেকেও তিনি ছিটকে যান।

আরও পড়ুন: অনুশীলনে নেমেই দেদার ছক্কা হাঁকালেন, IPL 2023-এর আগেই CSK-কে ভরসা জোগালেন স্টোকস

জসপ্রীত বুমরাহর পর শ্রেয়সের এই চোট- ভারতকে বেশ চাপে ফেলে দিয়েছে। ভারতীয় দলের ক্রিকেটাররা বার বার কেন এমন গুরুতর চোটের কবলে পড়ছেন? সেই বিষয়ে মুখ খুলেছেন অজয় জাদেজা। তিনি দায়ী করেছেন, ভারত্তোলনের অনুশীলনকে।

জাদেজার দাবি, ‘তিন মাস মাঠের বাইরে থাকতে হবে! ক্রিকেটজীবনে এমন ঘটনা আগে কখনও দেখিনি বা শুনিনি। এটা আমার কাছে একদমই নতুন বিষয়। খেললে চোট আঘাত লাগবেই। কিন্তু এক জন ব্যাটারকে পিঠের চোট সারাতে অস্ত্রোপচার করতে হবে, এমনটা আগে কখনও শুনিনি।’

আরও পড়ুন: আমি কিংবদন্তি- রাসেলের হুঙ্কারের মাঝেই তাঁর KKR অধিনায়ক হওয়া নিয়ে গুঞ্জন

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞরা শ্রেয়সের চোটের পরীক্ষা করেছেন। তার পরেই এনসিএ থেকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছে। অস্ত্রোপচার করাতে হলে শ্রেয়সকে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতেই হবে। তবে যা পরিস্থিতি, তাতে আইপিএলের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তাঁর খেলার সম্ভাবনা খুবই কম।

এ ধরনের গুরুতর চোটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাদেজা বলেছেন, ‘মাঠে বা বাইরে চোট লাগতেই পারে। বিশেষ করে অনুশীলনে ক্রিকেটাররা যে ওজন তোলে, তার কিছু উপকার রয়েছে। আবার বিপরীত দিকও আছে। ওজন তোলার জন্য পিঠে এ ধরনের চোট লাগতে পারে। আশা করি, শ্রেয়স দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

বন্ধ করুন