বাংলা নিউজ > ময়দান > ‘স্বপ্নে ভাবিনি ফাইনালে এমন ইনিংস খেলব’, WC-এ দলকে চ্যাম্পিয়ন করে উচ্ছ্বসিত হিলি

‘স্বপ্নে ভাবিনি ফাইনালে এমন ইনিংস খেলব’, WC-এ দলকে চ্যাম্পিয়ন করে উচ্ছ্বসিত হিলি

স্বামী মিচেল স্টার্কের সঙ্গে অ্যালিসা হিলি।

এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার নজির গড়লেন অ্যালিসা হিলি। তিনি এই বিশ্বকাপে মোট ৫০৯ রান করেছেন। তিনিই প্রথম মহিলা প্লেয়ার যিনি বিশ্বকাপে ৫০০ রানের গণ্ডি টপকালেন।

সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২৯ রান করেছিলেন অ্যালিসা হিলি। আর ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছেন ১৭০ রান। তাঁর রানের উপর ভর করেই রবিবার মহিলা বিশ্বকাপে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রানের বড় ইনিংস গড়েন। জবাবে ব্যাট করতে নেমে ২৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৭১ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

এ দিন হিলি একাধিক নজির গড়ে ফেলেন-

১) পুরুষ এবং মহিলা বিশ্বকাপ মিলিয়েই প্রথম প্লেয়ার হিসেবে হিলি সেমিফাইনাল এবং ফাইনালে পরপর সেঞ্চুরি করলেন। এর আগে পুরুষ বা মহিলা কোনও প্লেয়ারই একই বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে পরপর সেঞ্চুরি করতে পারেননি। ক্রিকেট ইতিহাসেই নতুন নজির গড়ে ফেলেছেন হিলি।

২) এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার নজির গড়লেন অ্যালিসা হিলি। তিনি এই বিশ্বকাপে মোট ৫০৯ রান করেছেন। তিনিই প্রথম মহিলা প্লেয়ার যিনি বিশ্বকাপে ৫০০ রানের গণ্ডি টপকালেন। এই তালিকায় এই বিশ্বকাপেই ৪৯৭ রান করে দুইয়ে রয়েছেন র‌্যাচেল হেইনস। কাকতালীয় হলেও পুরুষদের এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে হিলির স্বামী মিচেল স্টার্কের। তিনি ২০১৯ বিশ্বকাপে মোট ২৭ উইকেট নিয়েছিলেন।

৩) মেয়েদের ওডিআই ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রান করলেন হিলি। তিনি বিশ্বকাপ ফাইনালে ১৭০ রান করেছেন। এটাই ইংল্যান্ডের বিরুদ্ধে মেয়েদের ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রান। ২০০০ সালে অস্ট্রেলিয়ারই বেলিন্দা ক্লার্ক অপরাজিত ১৪৬ রান করেছিলেন। এতদিন সেটাই ছিল সর্বোচ্চ রান। এ ছাড়া এ বার বিশ্বকাপেই র‌্যাচেল হেইনস ইংল্যান্ডের বিরুদ্ধে করেছেন ১৩০ রান।

৪) ১৭০ করে কোনও ওডিআই টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ রান করেছেন হিলি। ছেলেদের ওডিআই বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রান করেছেন সনৎ জয়সূর্য। তাঁর সংগ্রহ ১৮৯ রান। ২০০০ সালে ভারতের বিরুদ্ধে এই রান করেছিলেন জয়সূর্য।

৫) হিলি হলেন প্রথম প্লেয়ার, যিনি আইসিসি-র কোনও টুর্নামেন্টের ফাইনালে ১৫০ রানের বেশি স্কোর করলেন।

হিলি এ দিনের ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পাশাপাসি সিরিজের সেরাও নির্বাচিত হয়েছেন। দলকে চ্যাম্পিয়ন করানোর পর হিলি বলেছেন, ‘এর থেকে ভাল মুহূর্ত হতে পারে না। গোটা প্রতিযোগিতা জুড়ে আমরা ভাল খেলেছি। কোনও দিন স্বপ্নেও ভাবিনি বিশ্বকাপের ফাইনালে এমন ইনিংস খেলব। রেচেলের সঙ্গে আমার জুটিটা খুব ভাল হয়েছে। আমার থেকে বিশ্বকাপের সেরার পুরস্কারের বেশি যোগ্য রেচেল। কারণ আমি শেষ দু’টো ম্যাচে খেলেছি। রেচেল গোটা প্রতিযোগিতা জুড়ে ভাল খেলেছে।’

তিনি আরও বলেছেন, ‘প্রথমে ব্যাট করে বড় রান তোলার পরেও নিশ্চিত ছিলাম না। ইংল্যান্ড শক্তিশালী দল। যত ক্ষণ ন্যাট শিভার ব্যাট করছিল চিন্তায় ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত জিতেছি। গত তিন মাস ধরে দুরন্ত ক্রিকেট খেলেছি। আজ সেটা শেষ হল।’

বন্ধ করুন