বাংলা নিউজ > ময়দান > 'ক্যারম-ভ্যারম বল করি না', ভারতীয় সিনিয়র টেস্ট স্কোয়াডে ১ম বার জায়গা পেয়ে স্বীকারোক্তি সৌরভ কুমারের

'ক্যারম-ভ্যারম বল করি না', ভারতীয় সিনিয়র টেস্ট স্কোয়াডে ১ম বার জায়গা পেয়ে স্বীকারোক্তি সৌরভ কুমারের

সৌরভ কুমার। ছবি: টুইটার

টেস্ট দলে সুযোগ পাওয়ার পরে সৌরভের অকোপট স্বীকারোক্তি আমি 'ক্যারম-ভ্যারম বল করি না।'

শুভব্রত মুখার্জি: শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে দেশের মাটিতে ভারত টি-২০ এবং টেস্ট সিরিজ খেলব কয়েকদিন পরেই। সেই সিরিজের উভয় ফর্ম্যাটের দল ইতিমধ্যেই ঘোষণা করেছেন ভারতীয় সিনিয়র দলের নির্বাচক প্রধান চেতন শর্মা। ঘোষণা হয়া ভারতীয় টেস্ট স্কোয়াডের অন্যতম চমক প্রথমবার সিনিয়র দলে সুযোগ পাওয়া স্পিনার সৌরভ কুমার। টেস্ট দলে সুযোগ পাওয়ার পরে সৌরভের অকোপট স্বীকারোক্তি আমি 'ক্যারম-ভ্যারম বল করি না।'

বাবা আকাশবাণীর অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। বরাবর চেয়েছিলেন ছেলে ক্রিকেটার হোন। বাগপাত থেকে দিল্লিতে অনুশীলন করতে আসতেন উত্তরপ্রদেশের এই স্পিনার। দীর্ঘদিনের লড়াইয়ের পরে আজ স্বপ্নকে কার্যত সত্যি হতে দেখছেন এই ক্রিকেটার। স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি তিনি। সৌরভ জানিয়েছেন 'সপ্তাহে তিনবার দিল্লিতে অনুশীলন করতে আসতাম। ২-২.৫ ঘন্টা সময় লাগত। আমি সুনীতা শর্মার অ্যাকাডেমিতে প্রশিক্ষণ করতাম। বাবা নিজের কর্মস্থলে ওভারটাইম করত যাতে করে সে আমার সাথে দিল্লিতে অনুশীলনে আসতে পারে।'

প্রসঙ্গত সৌরভের ট্যালেন্টকে প্রথম অনুধাবন করতে পারেন স্পিনার বিষেন সিং বেদি। তারপর থেকেই বেদির তত্ত্বাবধানে শুরু হয় সৌরভের পথ চলা। জুনিয়র লেভেলে সৌরভ উত্তরপ্রদেশের হয়ে খেলেন। ২০১৪-১৫ মরশুমে সার্ভিসেসের হমে এক মরশুম রঞ্জিতে খেলার পরেই তিনি তার হোম স্টেটে ফেরত আসেন। ইনিংসে ১৬ বার ৫ উইকেট নেওয়া সহ প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৬ ম্যাচে তিনি নিয়েছেন ১৯৬ টি উইকেট। ২০১৫-১৬ সালে উত্তরপ্রদেশ সিনিয়র দলের হয়ে রঞ্জিতে গুজরাটের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচেই ১০ উইকেট নিয়ে সৌরভের পথচলা শুরু হয়েছিল। তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ব্যাট হাতে প্রথম শ্রেণীর ক্রিকেটে চার দুটি শতরান ও রয়েছে।

সৌরভ বিশ্ব ক্রিকেটের অঙ্গনে একজন ট্রাডিশনাল স্পিনার। তিনি জানান ' এইসব ক্যারম-ভ্যারম বল আমি করি না। করতে পছন্দ ও করি না। আমি বলে লুপ দিতে পছন্দ করি।বাতাসেই বলে লুপ দিয়ে ব্যাটারকে ফাঁদে ফেলতে পছন্দ করি।'

বন্ধ করুন