
কন্যা সন্তানের পিতা হলেন উইলিয়ামসন, অভিনন্দন জানাল ICC
১ মিনিটে পড়ুন . Updated: 16 Dec 2020, 03:51 PM IST- সোশ্যাল মিডিয়ায় নবজাতকের ছবি পোস্ট করেন নিউজিল্যান্ড অধিনায়ক।
প্রথম সন্তানের পিতা হলেন কেন উইলিয়ামসন। কিউয়ি অধিনায়কের স্ত্রী সারা রহীম কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উইলিয়ামসন সদ্যজাত কন্যা সন্তানের ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নিজের খুশি। ক্যাপশনে তিনি লেখেন, ‘সুন্দর একটি শিশুকন্যাকে পরিবারে স্বাগত জানাতে পেরে ভীষণ আনন্দিত।’
প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী'র পাশে থাকার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে নামেননি উইলিয়ামসন। তিনি পিতৃত্বকালীন ছুনি নেন জাতীয় দল থেকে। তাঁর অনুপস্থিতিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেন টম লাথাম।
উইলিয়ামসনকে বাবা হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছে আইসিসি। কেনের আইএপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদও অভিনন্দন জানাতে ভোলেনি তারকা ক্রিকেটারকে। আইসিসি টুইটারে লেখে, ‘এটা একজন কন্যা। নিউজিল্যান্ড দলনায়ককে অভিনন্দন।’
সানরাইজার্স হায়দরাবাদ টুইটারে লেখে, ‘কন্যা সন্তানের পিতা-মাতা হওয়ার জন্য কেন উইলিয়ামসন ও সারাকে অভিনন্দন।’
উইলিয়ামসনকে অভিনন্দন জানিয়েছেন শিখর ধাওয়ান, মাইক হেসনরাও। উল্লেখ্য, উইলিয়ামসনের কেরিয়ারের সেরা ২৫১ রানের দুরন্ত ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম টেস্টে এক ইনিংস ও ১৩৪ রানে পরাজিত করে নিউজিল্যান্ড।