আইপিএল চালকালীন এমন মানসিক দৃঢ়তা দেখিয়েছিলেন মনদীপ সিং। অস্ট্রলিয়া সফরে একই পরিস্থিতিতে পড়েছেন মহম্মদ সিরাজ। এবার নিউজিল্যান্ড সফর চলাকালীন অত্যন্ত বেদনাদায়ক খবর পেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার কেমার রোচ।
সেডন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের ঠিক আগে পিতৃবিয়োগ হয় কেমার রোচের। ভারাক্রান্ত মনেই ক্যারিবিয়ান তারকা খেলতে নামেন প্রথম টেস্টে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডই রোচের বাবা মারা যাওয়ার খবর জানায় সোশ্যাল মিডিয়ায়। দু'দলের ক্রিকেটারদের কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামার কারণ জানা যায় তখনই।
তবে ম্যাচ শুরুর আগে একটি ছবি অনুরাগীদের মন ছুঁয়ে যায়। ম্যাচের ঠিক আগে শেষ মুহূর্তের প্রস্তুতির সময় রোচের পিতৃবিয়োগের কথা জানান পর কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন জড়িয়ে ধরেন ক্যারিবিয়ান তারকাকে। উইলিয়ামসেনর এমন আচরণের প্রশংসা করেন নেটিজেনরা।
হ্যামিল্টনে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড প্রথম দিনের শেষে ২ উইকেটের বিনিময়ে ২৪৩ রান তোলে। উইলিয়ামসন নট-আউট থাকেন ব্যক্তিগত ৯৭ রানে। ২১৯ বলের ইনিংসে কিউয়ি দলনায়ক ১৬টি বাউন্ডারি মারেন। এছাড়া টম লাথাম করেন ৮৬ রান। রস টেলর অপরাজিত রয়েছেন ৩১ রান করে। কেমার রোচ ১৫ ওভার বল করে ৫৩ রানের বিনিময়ে লাথামের মূল্যবান উইকেটটি তুলে নেন।