দু'মাস আগেই ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড। ২০ জনের টেস্ট স্কোয়াডে রয়েছে চমক। দীর্ঘতম ফর্ম্যাটের স্কোয়াডে প্রথমবার সুযোগ পেয়েছেন একসঙ্গে তিনজন ক্রিকেটার। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই তাঁদের টেস্ট অভিষেক হয়ে যেতে পারে। কেননা, নিউজিল্যান্ডের একই স্কোয়াড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে।
রাচিন রবীন্দ্র, জেকব ডাফি ও ডেভন কনওয়ে নতুন মুখ হিসেবে টেস্ট স্কোয়াডে ঢুকে পড়েন। ২০১৬ সালে শেষবার টেস্ট খেলা ডাগ ব্রেসওয়েলকে দীর্ঘ ৫ বছর পর টেস্ট স্কোয়াডে ফেরায় নিউজিল্যান্ড। টেস্টের আঙিনায় ফিরেছেন বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেল।
অবশ্য আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে লকি ফার্গুসনকে টেস্ট স্কোয়াডে রাখেননি কিউয়ি নির্বাচকরা। কলিন ডি'গ্র্যান্ডহোমকে টেস্ট স্কোয়াডে রাখা হলেও যেহেতু তিনি অস্ত্রোপচারের পর মাঠে ফিরছেন, তাই মে মাসের শুরুর দিকে জাতীয় শিবিরে তাঁকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে।
নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড: কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, টম ব্লান্ডেল, কাইল জেমিসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, টম লাথাম, রস টেলর, ডাগ ব্রেসওয়েল, ডারিল মিচেল, নেইল ওয়াগনার, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি'গ্র্যান্ডহোম, আজাজ প্যাটেল, উইল ইয়ং, জেকব ডাফি ও রাচিন রবীন্দ্র।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।