প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও শ্রীলঙ্কাকে হারাল নিউজিল্যান্ড। প্রথম টেস্টে রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি হয়। দুই দলেরই জেতার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করে কিউয়ি ব্রিগেড। তবে দ্বিতীয় ম্যাচে একতরফাভাবে ম্যাচ জিতলেন কেন উইলিয়ামসনরা। ওয়েলিংটনে প্রথম দিন থেকেই বিপক্ষকে বেশ চাপে রাখে নিউজিল্যান্ড।
কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলসের জোড়া দ্বিশতরানে ভর করে রানের পাহাড় তৈরি করে নিউজিল্যান্ড। সেই সঙ্গে এই দুই ব্যাটার একাধিক রেকর্ডও তৈরি করেন। ৫৮০ রানের বিশাল পাহাড় তৈরি করে নিউজিল্যান্ড। সেই রানের সামনে ব্যাট করতে নেমে মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ম্যাট হেনরি এবং মাইকেল ব্রেসওয়েল তিনটি করে উইকেট নেন।
এই দুই কিউই বোলারের দাপটে বড় রানের দিকে এগোতেই পারেনি শ্রীলঙ্কা। ফলে ফলোঅন করিয়ে ফের লঙ্কানদের ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক টিম সাউদি। ফলোঅন করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে লঙ্কানরা। তখনই এই ম্য়াচ প্রায় পকেটে তুলে ফেলে নিউজিল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লঙ্কান ব্রিগেড।
করুণারত্নে এবং কুশল মেন্ডিসের জোড়া অর্ধশতরানে ভর করে কিছুটা হলেও এগিয়ে যেতে থাকে শ্রীলঙ্কা। এই দুই ব্যাটার ছাড়াও দীনেশ চণ্ডীমল এবং ধনঞ্জয়া ডি'সিলভা এই দুই ব্যাটার বড় রান করেন। তবে অল্পের জন্য শতরান হাতছাড়া করেন ধনঞ্জয়া। ৯৮ রান করে ফিরে যান ধনঞ্জয়া। ১৮৫ বলে ১২টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে ৯৮ রান করেন ধনঞ্জয়া। বড় রান করলেও দলকে জেতাতে পারেননি তিনি।
ধনঞ্জয়া ডি'সিলভা ফিরে যেতেই লঙ্কানদের হার নিশ্চিত হয়ে যায়। মাত্র ৩৫৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সেই সঙ্গে সঙ্গে ইনিংস সহ ৫৮ রানে ম্য়াচ জিতে নেয় নিউজিল্যান্ড। টিম সাউদি এবং টিকনার তিনটি করে উইকেট নেন। এবং দুটি উইকেট নিয়েছেন ব্রেসওয়েল। এবং একটি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি এবং ডাগ ব্রেসওয়েল।
পরপর দুই টেস্ট জিতে সিরিজ পকেটে তুলে নিল নিউজিল্যান্ড। এই ম্যাচের সেরা হয়েছেন হেনরি নিকোলস এবং সিরিজের সেরা হয়েছেন কেন উইলিয়ামসন। আগামী শনিবার থেকে লঙ্কানদের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড। মোট তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।