শুভব্রত মুখার্জি: চলতি উইম্বলডনের অন্যতম সেরা ম্যাচ হওয়ার কথা ছিল পুরুষ সিঙ্গেলস বিভাগে নাদাল বনাম কিরগিয়সের ম্যাচ। তবে দর্শকদের সেই আশাতে বৃহস্পতিবার কার্যত বাধ্য হয়েই জল ঢেলেছেন স্বয়ং নাদাল। তলপেটের মাংসপেশির চোট নিয়েই অনবদ্য লড়াই করেছিলেন ফ্রিৎজের বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালে ৫ সেটের সেই লড়াইতে জিতে নাদাল পৌঁছেও গিয়েছিলেন সেমিফাইনালে। যেখানেই তার মুখোমুখি হওয়ার কথা ছিল কিরগিয়সের। তবে তার চোট এতটাই গুরুতর পর্যায়ে পৌঁছে যায় যে ম্যাচ শুরুর আগেই বৃহস্পতিবার নাদাল জানিয়ে দেন সেমিফাইনালে তার পক্ষে খেলা আর সম্ভব নয়। ফলে সরাসরি ফাইনালে চলে যান নিক কিরগিয়স। এবার তার তরফ থেকেই নাদালের উদ্দেশ্যে এল এক আবেগমাখা বার্তা।
প্রসঙ্গত আমেরিকার টেলর ফ্রিৎজের বিরুদ্ধে তলপেটের চোট নিয়েই পাঁচ সেটের তুল্যমূল্য লড়াই চালিয়ে ম্যাচ জিতেছিলেন নাদাল। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল একটা সময় যে গ্যালারিতে তার বক্স থেকে পরিবারের সদস্যরাও তাকে অনুরোধ করেন যে আর খেলা না চালিয়ে যেতে। তবে লড়াইয়ের মঞ্চ ছেড়ে যাননি তিনি। তবে সেই লড়াই যেন তার কাল হল। তলপেটের মাংসপেশিতে তার ক্ষত এতটাই গভীর হয়ে যায় যে কিরগিয়সের বিরুদ্ধে তিনি আর কোর্টে নামার অবস্থাতেই রইলেন না। ফলে নিজের কেরিয়ারের প্রথম গ্রান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছে গেলেন নিক কিরগিয়স।
এরপরেই নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে নাদালের প্রতি আবেগমাখা বার্তা দেন নিক। একটি ছবি শেয়ার করে তিনি লেখেন নিক কিরগিয়স রাফায়েল নাদালকে তার শুভেচ্ছাবার্তা প্রেরণ করছে। নাদালের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি। উল্লেখ্য এই নিক এবং নাদালের এর আগে কোর্টে যতবার দেখা হয়েছে পরিস্থিতি মাঝে মধ্যেই উত্তপ্ত হয়েছে। এর আগে উইম্বলডনের ঘাসের কোর্টে দু'বার মুখোমুখি হয়েছেন তারা। ফলাফল ১-১। ২০১৪ সালে কিরগিয়স প্রথমবার নাদালকে হারান। ফাইনালে কিরগিয়স মুখোমুখি হবেন জকোভিচ-ক্যামেরুন নরির ম্যাচের জয়ীর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।